Blood pudding infection: তাজা রক্তের পুডিং খেয়ে আচমকাই শরীর খারাপ! ত্বকে ফুটল বীভৎস ছবি

রক্ত দিয়ে বানানো পুডিং। তাই খেয়েই অসুস্থ হয়ে পড়লেন ৫৮ বছরের এক মহিলা। সম্প্রতি ভিয়েতনামের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো শোরগোল উঠেছে সারা বিশ্বে। তাজা রক্ত দিয়ে বানানো হয়েছিল ওই পুডিং। খাওয়ার সময় বেশ আনন্দ করেই খান ওই মহিলা। কিন্তু খাওয়ার পরেই শুরু হয় অস্বস্তি। অস্বস্তি বাড়তে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই জানা যায়, তার রক্তে বাসা বেঁধেছে কিছু পরজীবী জীবাণু। মনে করা হচ্ছে, ওই খাবারের মাধ্যমেই তা পৌঁছে গিয়েছে শরীরে।

আরও পড়ুন: চুটিয়ে গাল পাড়ুন, তাহলেই নাকি ফুরফুরে থাকে মন! কেন বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: দৌড়ঝাঁপের বয়সেই মুখে বলিরেখা ফুটছে? এর কারণ হয়তো আপনি নিজেই, কেন জানেন

ভিয়েতনামের হানোইয়ে থাকেন ওই ৫৮ বছরের মহিলা। আন বিন সম্প্রদায়ের মহিলাটি একটি স্থানীয় খাবার ‘তিয়েত কান’ খাচ্ছিলেন। যা আসলে টাটকা রক্ত দিয়ে বানানো একটি বিশেষ ধরনের পুডিং। পুডিংটি খাওয়ার পর থেকেই শুরু হয় অস্বস্তি। পরে সমস্যা গুরুতর হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসকরা জরুরি পরীক্ষানিরীক্ষা করার পর জানান, মহিলার মস্তিষ্কে কিছু পরজীবী পোকাগুলি বাসা বেঁধেছে। শুধু তাই নয়, তাঁর হাতেও দেখা যায়, কিছু অদ্ভুত দাগ। যা আসলে ত্বকের নিচ দিয়ে পরজীবী পোকাগুলির সংক্রমণের ফলে দেখা দিয়েছে।

আরও পড়ুন: গরমের দাপটে ফোনও গরম হয়ে যাচ্ছে? জেনে নিন কীভাবে ঠিক রাখবেন দরকারি যন্ত্রটি

আরও পড়ুন: গরমে কিডনিরও বড়সড় ক্ষতি হতে পারে, অঙ্গ বাঁচাতে খেয়াল রাখুন ৫ ব্যাপারে

কীভাবে তৈরি করা হয় এই ‘তিয়েত কান’? স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাজা রক্ত ও মাংস দিয়েই বানানো হয় এই বিশেষ পুডিং। জানা গিয়েছে, এই পুডিং খাওয়ার পর রান্না করছিলেন ওই মহিলা। কিন্তু রান্না করার সময় প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল তাঁর। এমনকী বেশ কয়েকবার মাথা ঘুরে পড়েও যান তিনি। এরপর দাঙ ভঙ এনজিউ হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, তার হাত ও পায়ে ইতিমধ্যেই সংক্রমণের লক্ষণ দেখা দিতে শুরু করেছে। দেখা যায়, ত্বকের তলা দিয়ে ওই পরজীবী পোকাগুলি ঘোরাফেরা করছে। ত্বকে রীতিমতো ছাপ রেখে যাচ্ছে পরজীবীর চলন। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। দ্রুত চিকিৎসা করানোয় সময় মত বাঁচানো গিয়েছে তাঁকে, এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিকিৎসক। সংক্রমণ থেকেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup