IPL: আইপিএলের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন জস বাটলার

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যখনই নামেন, তখনই ফুলঝুরি ফোটান। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেও অর্ধশতরান হাঁকিয়েছেন। ৩৬ বলে ৫২ রান করেছিলেন তিনি। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই একটি নজিরও গড়ে ফেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে নিজের ৩ হাজার রান পূরণ করলেন বাটলার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূরণ করেন তিনি। উল্লেখ্য, গতকালের বাটলার ইনিংস এবারের টুর্নামেন্টে চার ম্য়াচে তাঁর ৩ নম্বর অর্ধশতরান।&nbsp;</p>
<p style="text-align: justify;">আইপিএলে নিজের কেরিয়ারে ৮৬ ম্যাচে মোট ৩০৩৫ রান করেছেন বাটলার। গড় ৪০.৪৬। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়। তা ১৫০.৯১। ৮৫টি ইনিংস খেলে মোট ৫টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। আইপিএলে বাটলারের সর্বােচ্চ স্কোর ১২৪। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ৭৫ ইনিংসে ৩ হাজার রান পূরণ করেছিলেন ক্রিস গেল। দ্বিতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। তিনি ৮০ ইনিংস খেলেছিলেন। বাটলারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও ফাফ ডু প্লেসি। ২ জনেই ৯৪ টি করে ইনিংস খেলেছেন।&nbsp;</p>
<p><strong>রাজস্থানের শাস্তি</strong></p>
<p>চিপকে সিএসকের বিরুদ্ধে রাজস্থান দল নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে শাস্তি পেলেন দলের অধিনায়ক স্যামসন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘বুধবার চিপকে আইপিএলের ১৭তম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তাঁদের জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে রাজস্থান দল প্রথমবার&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।'</p>
<p>রোমহর্ষক এই ম্যাচ জিতেও কিন্তু বিপক্ষ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ স্যামসন। ধোনি রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। দলকে জেতাতে না পারলেও, তাঁর ইনিংস কিন্তু সকলেরই নজর কেড়েছে। রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়।</p>
<p>প্রসঙ্গত, গতকালের ম্যাচে শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।</p>
<p>বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>