আমি তৃণমূল নেতা, হুমকি দেন প্রধান শিক্ষিকা, প্রতিবাদে স্কুলে তালা স্থানীয়দের

স্কুলে ঠিক মতো রান্না হয় না মিড ডে মিল। নেই পানীয় জলের ব্যবস্থা নেই ছাত্র-ছাত্রী জন্য আলাদা শৌচাগার। অথচ অভিযোগ জানালেই প্রধান শিক্ষিকা হুমকি দেন, ‘আমি তৃণমূলের নেতা। কিচ্ছু করতে পারবে না।’ এই অভিযোগে শিক্ষকদের স্কুলে তালাবন্ধ করে রাখলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের মিরপাড়া তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

অভিভাবকদের অভিযোগ, স্কুলে নিয়মিত মিড – ডে মিল রান্না হয় না। মিড – ডে মিল রান্না হয় প্রধান শিক্ষিকা মঞ্জু সাহার বাড়িতে। স্কুলে পানীয় জলের কোন ব্যবস্থা নেই। শিক্ষক শিক্ষিকা বা ছাত্র-ছাত্রীদের জন্য কোন আলাদা শৌচাগার নেই। পাশের ফুলহর নদীতে গিয়ে থালা – বাসন ধুতে হয় ছাত্র -ছাত্রীদের। এই বিষয়ে প্রধান শিক্ষিকা মঞ্জু সাহাকে গ্রামবাসীরা অভিযোগ করলে মঞ্জু সাহা নিজেকে তৃণমূলের প্রভাবশালী নেতা বলে উল্টে গ্রামবাসীদেরই হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তিনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। তিনি মাঝে মধ্যে স্কুলে আসেন।

সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার সকালে শিক্ষকরা এসে পৌঁছলে স্কুলে তালা দিয়ে দেন অভিভাবকরা। প্রবল তাপপ্রবাহের মধ্যেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রধান শিক্ষিকা যদিও এদিনও স্কুলে আসেননি।

অভিভাবকদের অভিযোগ মেনে নিয়েছেন ওই স্কুলের অন্য শিক্ষকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন তহবিল স্কুলের স্বার্থে ব্যবহার করার জন্য প্রধান শিক্ষিকাকে বলে আসছিলেন। কিন্তু তিনি কোন কথাই শোনেননি। এদিকে এই বিষয়ে মঞ্জু সাহা কে জিজ্ঞেস করা হলে তিনি কোন মন্তব্য করতে নারাজ। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি সমস্ত ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।