Durgapur Incident: দুর্গাপুর পুলিশ ফাঁড়িতে ভয়াবহ আগুন, নববর্ষের সকালে নথিপত্র পুড়ে ছাই

আজ পয়লা বৈশাখ। নতুন বছরকে আবহান করতে ব্যস্ত বাংলার মানুষজন। তাই পুজো দিতে মন্দিরে মন্দিরে মানুষের ভিড়ের ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে নববর্ষের সকালেই ভয়াবহ আগুন লাগল দুর্গাপুর পুলিশ ফাঁড়িতে। আর তার জেরে পুড়ে ছাই হয়ে গেল দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ির নথিপত্র। আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে যায় যাবতীয় নথি, টাকাপয়সা এবং আসবাবপত্র। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছে দুর্গাপুর ফাঁড়িতে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ শনিবার সাতসকালে দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ি থেকে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। তখন সেখানে থাকা পুলিশ কর্মীরা এবং স্থানীয় কিছু মানুষজন আগুন নেভাতে ছুটে আসেন। ভয়ঙ্করভাবে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। তবে তার আগেই স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তার পর দমকল এসে আগুন নিভিয়ে দেয়।

তারপর ঠিক কী ঘটল?‌ এই আগুন নেভানোর পর দেখা যায় থানার মধ্যে থাকা নথিপত্র থেকে শুরু করে টাকাপয়সা এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দমকল এই অগ্নিকাণ্ডের তদন্ত করবে বলে জানিয়েছে। পুলিশও তদন্তে নেমেছে। তবে নেপথ্য অন্য কোনও ঘটনা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বাংলা নববর্ষের সকালে আলোড়ন পড়ে গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ দমকল একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ কেমন করে এই আগুন লাগল তা কেউ বুঝতে পারছেন না। প্রচণ্ড গরমে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। তবে গোটা ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে। কারণ এখানে বেশ কিছু তদন্তের ফাইল ছিল। যা পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর। পরিকল্পনা করে কেউ পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup