RCB Vs DC: Who Is Vijay Kumar Vyshak ? RCB Debutant Who Rattled DC


বেঙ্গালুরু : অভিষেকেই বাজিমাত। প্রথমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও পরে ক্রিজে সেট হওয়ার ইঙ্গিত দেওয়া অক্ষর প্যাটেল ও ললিত যাদবের উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিল্লিকে ২৩ রানে টেক্কা দেওয়ার পিছনে বড় অবদান রাখলেন বিজয় কুমার বিশাখ (Vijay Kumar Vyshak)। আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন কর্ণাটকের এই পেসার, তবে চোট-আঘাতের ধাক্কায় আইপিএল শুরুর আগে আরসিবি-র নেটে ভাল বল করার সুবাদে তাঁকে দলে সুযোগ দেয় ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি। আর দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেকের মঞ্চেই ৪ ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের অভিষেক মঞ্চে কোনও ভারতীয় পেসারের এটাই সেরা পারফরম্যান্স। ম্যাচ শেষে যে তথ্য ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কাছ থেকে পেয়ে একগাল হেসে বিজয়ের বক্তব্য, ধন্যবাদ এই তথ্য জানতাম না। নিজের ওপর আস্থা রেখে কঠোর পরিশ্রম করছিলাম। শেষমেশ সেটা ফল দেওয়া শুরু করল। শুধু গুরুত্বরূর্ণ তিনটি উইকেট তুলে নেওয়াই নয়, চিদাম্বরমের পিচে ক্রমশ আটকে আটকে ব্যাটে আসা বলের কথা অধিনায়ক ফাফ ডু প্লেসির থেকে জেনে বোলিংয়ের সময় মাঝেমধ্যে নাকল তথা স্লোয়ার বল ব্যবহার করলেন বিজয় বিশাখ। যা হয়ে উঠেছিল অত্যন্ত কার্যকরী। যে প্রসঙ্গে বিজয়ের বক্তব্য, টানা দু’বছর ধরে স্লো বল অনুশীলন করছিলাম, সেটা আজকের ম্যাচে দারুণভাবে কাজে লেগেছে। 

কর্ণাটকের হয়ে ২০২১-২২ মরসুম থেকে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল বিজয় বিশাখের। দুরন্ত গতিতে বোলিংয়ের পাশাপাশি ইয়র্কার ও স্লোয়ার বলও তাঁর অস্ত্র। এখনও পর্যন্ত ১০ টি  প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৩৮ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। লিস্ট-এ তে ৭ ম্যাচে ১১ উইকেট আর ১৪ টি ঘরোয়া টি ২০ ম্যাচে খেলে ২২ জন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে প্রতিশ্রুতিমান পেসারকে অবশ্য হতাশ হতে হয়েছিল আইপিএলের নিলামের মঞ্চে। থেকে গিয়েছিলেন অবিক্রিত। তবে জীবন যে ফের সুযোগ দেয়, তেমনটাই যেন বিজয়ের ক্ষেত্রে ফের একবার প্রমাণ মিলেছে। আইপিএলের প্রস্তুতিতে আরসিবি-র নেট বোলার হিসেবে বোলিং করেছিলেন তিনি। যারপর থেকেই ছিলেন ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্টের নজরে। চোট-আঘাতের ধাক্কায় ক্রিকেটারদের ছিটকে যাওয়ার তালিকা দীর্ঘ হতেই তাই পেয়েছিলেন ডাক। আর যারপর দিল্লি ম্যাচে আইপিএল অভিষেকের সুযোগ। যে মঞ্চে দারুণভাবে নিজেকে মেলে ধরে আপাতত চর্চায় তরুণ এই ভারতীয় পেসার।

 

 

View this post on Instagram

 

arget=”_blank” rel=”noopener”>A post shared by IPL (@iplt20)