Covid-19 Update: সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ১০ হাজার পেরোল দৈনিক কোভিড সংক্রমণ

<p><strong>নয়াদিল্লি:</strong> দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দশ হাজারের উপরেই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ।</p>
<p>রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১০০৯৩ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল ১০৭৫৩।</p>
<p>শেষ বুলেটিন অনুযায়ী, এখন দেশে অ্যাক্টিভ কেস ৫৭৫৪২টি। যা মোট কেসের ০.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৬২৪৮ জন। এখন সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। &nbsp;&nbsp;</p>
<p>গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু ২৩ জনের।&nbsp;</p>