GT Vs RR Preview: Gujarat Titans Face Off Against Rajasthan Royals In Last Season’s Final Repeat


আমদাবাদ: গত বছর রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে নিজেদের প্রথম আইপিএল মরসুমেই খেতাল জিতেছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আবারও এই দুই দল আমদাবাদে আজকে দিনের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। গুজরাত আবারও জিতবে, না রাজস্থান গত মরসুমের হারের বদলা নিতে পারবে, এখন সেটাই দেখার বিষয়। 

কবে খেলা

আজ ১৬ এপ্রিল, রবিবার গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্য়ালস একে অপরের মুখোমুখি

হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখাবে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্য়ালসের এই ম্যাচটি

পিচ রিপোর্ট