IIT Kharagpur: করোনার সময় থেকে বন্ধ গেট, খোলার দাবিতে প্রতীকী অবস্থানে IIT-র অধ্যাপকরা

করোনার সময় খড়্গপুর আইআইটি- মূল গেট ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি গেট খোলা হলেও বন্ধ রাখা হয়েছিল প্রেমবাজার সংলগ্ন গেটটি। অবিলম্বে গেটটি খোলা দাবিতে গেটটির সামনে রাস্তায় বসলেন অধ্যাপকেরা।

অধ্যাপকদের নজিরবিহীন এই আন্দোলনে সামিল হন প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরাও। সবাই মিলে গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। কেন তাঁদের এই আন্দোলন তার কারণ হিসাবে আআইটি খড়্গপুরের অধ্যাপকরা জানাচ্ছেন, প্রেমবাজারের দিকের গেটটি বন্ধ থাকার ফলে সোসাইটি এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে আইআইটি। এই প্রেমবাজার সোসাইটি এলাকাতে বহু অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কর্মীরা বসবাস করেন। এছাড়া ওই সব এলাকা থেকে আইআইটির অধ্যাপকদের আবাসনে কর্মরত পরিচারিকা ও মালিরা আসেন। ঘুর পথে তাঁদের অধ্যাপকদের আবাসনে পৌঁছতে হচ্ছে। এর ফলে অনেকে আবার কাজ করতে আসতেও চাইছেন না।

এই প্রায় দু’বছরের উপর গেট থাকায় তা খোলার দাবিতে রবিবার প্রেমবাজার গেটের সামনে অবস্থানে বসেন অধ্যাপকরা। সংগঠনের সম্পাদক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক করবী বিশ্বাস বলেন,’গেট খোলার দাবিতে আমরা প্রতীকী অবস্থান করলাম। কর্তৃপক্ষের নিরাপত্তার অজুহাত ভিত্তিহীন। কবে পরস্থিতি স্বাভাবিক হয়েছে। এখনও গেট খোলা হল কেন? আমরা যৌথ কমিটি গড়ার পথে এগোচ্ছি। এর পর গেট না খুললে আমরা লাগাতার অবস্থান করব।’

তবে এই দাবি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তাঁরা তা কর্তৃপক্ষের কথাতেই স্পষ্ট। আইআইটির রেজিস্ট্রার তমাল নাথ বলেন,’এভাবে অধ্যাপক কর্মীরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন কি না জানা নেই। তবে গেটের সঙ্গে সুরক্ষা জড়িয়ে রয়েছে বলেই এই সিদ্ধান্ত। এখানে কর্তৃপক্ষের কথাই শেষ কথা।’