Mamata Banerjee: ‘ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?’ পুলওয়ামার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে বললেন মমতা

কয়েকদিন আগে পুলওয়ামা নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবি ছিল পুলওয়ামায় ৪০ জন সেনা জওয়ানের মৃত্যুর জন্য নেপথ্যে দায়ি কেন্দ্র। এ পবার পুলওয়ামা কাণ্ড নিয়ে বিচারবিভাগীয় তদন্ত দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকের সময় পুলওয়ামা নিয়ে তিনি বলেন,’জাতীয় নিরাপত্তা ইস্যু বলে আগে কিছু বলিনি। সত্য একদিন ঠিক সামনে আসবে।দুই-তিন দিন আগে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল যা বলেছেন তা থেকে তো পরিষ্কার যে নিরাপত্তায় গলদ ছিল। আমরা তখন‌ও বলেছিলাম, এটায় ইন্টিলিজেন্স ফেলিওর হয়েছে। এখন সত্যপাল মালিকও বলছেন। কী তদন্ত হয়েছে আমরা জানি না। তাই এবার তদন্ত দাবি করছি।’ এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। যেহেতু সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। তাই বিচারবিভাগীয় তদন্ত হওয়াই শ্রেয়।’

(পড়তে পারেন। সাগরদিঘির ধাক্কা, কেন্দ্রের নির্দেশিকা বার করে ফের CAA জুজু দেখানোর চেষ্টা মমতার)

এর পর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় দল পাঠানোর প্রসঙ্গ তুলে বলেন, ‘বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। কিন্তু পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?’

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে হয় জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়। এই ঘটনায় ৪০ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। পরে হামলার দায় স্বীকার করে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তৎকালীন রাজ্য সত্যপাল মালিকের সদ্য তোলা কিছু প্রশ্নতে পুলওয়ামার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক মথা চাড়া দিল।

কী বলেছিলেন সত্যপাল মালিক?

কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্য়পাল মালিক দাবি করেন, পুলওয়ামার ৪০ জওয়ানের মৃত্যুর জন্য নেপথ্যে দায়ী আসলে কেন্দ্রীয় সরকারই। সেনা জওয়ানদের নিরাপত্তায় কেন্দ্র একাধিক ভুল করে। জওয়ানদের আকাশপথে নিয়ে যাওয়ার আরজি জানিয়েছিল সিআরপিএফ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তাতে অনুমতি দেয়নি। এমন কি, যে রাস্তায় জওয়ানরা যাচ্ছিলেন, সেই রাস্তার নিরাপত্তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। তাঁর এই বক্তব্য় নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এই বক্তব্যকে হাতিয়ার করে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।