Saket Gokhale: অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি, জামিন পেলেন তৃণমূলের মুখপাত্র সাকেত

আব্রাহাম থমাস

আরটিআই অ্য়াক্টিভিস্ট তথা তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ক্রাউড ফান্ডিংয়ের নামে তোলা বিশাল ফান্ড তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। বিচারপতি বিআর গভাই ও বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়েছে চার্জশিট ফাইল করা হয়েছে। সেকারণে আবেদনকারীর জামিন মঞ্জুর করা হয়েছে।

গত ২৯ ডিসেম্বর গুজরাট পুলিশ গোখেলকে গ্রেফতার করেছিল।দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর গুজরাট হাই কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। অবশেষে জামিন পেলেন তিনি। ঠিক কী অভিযোগ তার বিরুদ্ধে?

কোভিড অতিমারির সময় তিনি ক্রাউড ফান্ডিং প্লাটফর্মের মাধ্যমে অন্তত ১৭০০জনের কাছ থেকে তিনি বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। অন্তত কোটি টাকা তিনি তুলেছিলেন। আমাদের গণতন্ত্র বা Our democracy বলে একটি প্লাটফর্মের মাধ্যমে তিনি বিপুল টাকা তোলেন বলে অভিযোগ। এরপর সেই সংগঠন মূলত সাংবাদিকতা, লিগাল এইড সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করতেন বলে খবর। কিন্তু পরে দেখা যায় সেই বিপুল টাকা ব্যক্তিগত খাতে খরচ করা হয়েছিল।

এদিকে অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু এই জামিনের বিরোধিতা করেছিলেন। কারণ তিনি জানিয়েছিলেন যে অভিযোগ রয়েছে সেটা অত্যন্ত গুরুতর।

অ্যাডভোকেট সিদ্ধার্থ আগরওয়াল সাকেতের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন। তিনি বলেন, রাইট টু ইনফরমেশনের জন্য় তার পরিচিতি রয়েছে। তাকে কেন জেলে পুরে রাখতে চাইছেন? তিনি তো ১০৯দিন জেলেই ছিলেন।

এদিকে তৃণমূলের মুখপাত্র হিসাবে গোখলে মানুষের মধ্য়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করতে বলে অনেকের দাবি। গুজরাট পুলিশের কাছে এক মহিলা জানিয়েছিলেন, আমরা ৫০০ টাকা দিয়েছিলাম তার ফান্ডে। কিন্তু সাকেত গোখলে একজন প্রতারক।

এদিকে এর আগে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত হয়েছিলেন সাকেত। এর আগে গোখলের জামিনের আবেদন মানতে চায়নি হাই কোর্ট। তাকে তদন্তে সহযোগিতা করার জন্য আদালতের তরফে বলা হয়েছিল। তবে সেই সময় চার্জশিট ফাইল করা হয়নি।