ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করলে ‘গুরুতর মূল্য’ দিতে হবে: জি-৭

যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করবে, তাদেরকে গুরুতর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭। জাপানের কারুইজাওয়াতে দুই দিনের আলোচনা শেষে এ কথা জানান জোটের শীর্ষ কূটনীতিকরা। তবে ইউক্রেনে হামলায় মস্কোর ওপর নতুন কোনও নিষেধাজ্ঞা আরোপের কথা জানাননি জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জাপানের কারুইজাওয়াতে দুই দিনের আলোচনায় বসেছিলেন জি-৭ জোটের শীর্ষ কূটনীতিকরা। জোটের মন্ত্রীরা দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ কার্যক্রম সম্পর্কে বেইজিংকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।

তিন দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উৎক্ষেপণ, ইউক্রেন এবং আঞ্চলিক ইস্যু প্রাধান্য পায়।

এমন সময় জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন যখন আফ্রিকার সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। উভয় পক্ষকে শর্ত ছাড়াই অবিলম্বে শত্রুতা বন্ধ করার দাবি জানিয়েছে জি-৭।

বৈঠকে আফগানিস্তানে নারী ও সংখ্যালঘুদের ওপর তালেবান সরকারের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন বিধিনিষেধের বিষয়ে তীব্র নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। নারীদের ঘরে বাইরে কাজে করার ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহ্যারেরও তাগিদ দিয়েছেন তারা।

জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মস্কোকে সামরিক সহায়তা দিলে পরিণিত ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জোট সদস্যরা।

এছাড়া বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়নের ঘোষণাকে অগ্রহণযোগ্য এবং দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মস্কোর সমালোচনা করেছে জি-৭।

মঙ্গলবার জোটটির পক্ষ থেকে এশিয়ায় চীনের সম্প্রসারণবাদী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তারা ইউরোপে রাশিয়ার অস্থিতিশীলতা সৃষ্টিকারী যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে নিজেদের হাজির করার চেষ্টা করেছে।

সম্মেলনে শেষে দেওয়া বিবৃতিতে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, জাতিসংঘের চার্টারের উদ্দেশ্য ও নীতিকে ঊর্ধ্বে তুলে ধরা এবং হুমকি, জবরদস্তি, ভয় দেখানো বা বল প্রয়োগ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা আমরা চীনকে মনে করিয়ে দিতে চাই।