Ajit Pawar: অজিত পাওয়ার কি বিজেপিতে যোগ দিচ্ছেন? ‘সত্যিটা’ জানালেন নিজেই: Report

অজিত পাওয়ার কি বিজেপিতে যোগ দেবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে এনসিপি নেতা অজিত পাওয়ার নিজে এই রিপোর্টকে উড়িয়ে দিয়েছেন। তিনি দলীয় বিধায়কদের নিয়ে মিটিংও ডেকেছেন বলে খবর। তিনি নিজে জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এমন কোনও গুজবের সত্য়তা নেই। তিনি জানিয়েছেন, আমি এনসিপিতে রয়েছি। আমি কোথাও যাচ্ছি না। কেউ এমএলএদের সই নেননি। এসব ভিত্তিহীন জল্পনা।

সেই সঙ্গেই মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, আমি কোনও বিধায়কের কাছ থেকে সই নিইনি। এসব গুজব বন্ধ হওয়া দরকার।

সেই সঙ্গেই অজিত পাওয়ার এই ধরনের মিডিয়া রিপোর্টের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি জানিয়েছেন, এই ধরনের খবর এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে।

তিনি জানিয়েছেন আমি তাদের ( এনসিপি কর্মী) বলতে চাই, উদ্বিগ্ন হবেন না। শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি তৈরি হয়েছিল। আমরা একটা সময় ক্ষমতায় ছিলাম। আবার বিরোধী আসনেও ছিলাম।

এদিকে অজিত পাওয়ার বিজেপিতে যাচ্ছেন এই খবর মানতে চাননি তিনি নিজেই।সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, বিধায়কদের সঙ্গে আমি মিটিং ডেকেছি। তবে এনিয়ে হিন্দুস্তান টাইমস সরাসরি যাচাই করতে পারেনি। এদিকে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শরদ পাাওয়ার নিজে অবশ্য় এই অজিত পাওয়ার ইস্যুতে কোনও পদক্ষেপ নেননি।

এদিকে দলের মুখপাত্র সামানার একটি প্রতিবেদনে সঞ্জয় রাউত সম্প্রতি জানিয়েছিলেন, এনসিপি নেতা অজিত পাওয়ার বিজেপির হাত ধরবেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। সুপ্রিম কোর্টে একনাথ শিন্ডের অনুগামী ১৬জন বিধায়কের পদ খারিজের আবেদন করা হয়েছে। তার মধ্যেই এবার অজিত পাওয়ার বিজেপিতে যোগ দান করতে পারেন বলে খবর।

অজিত পাওয়ার নিজে অবশ্য এই জল্পনা মানতে পারেননি। এদিকে শুক্রবার রাতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। কিন্তু সেই দেখা করার খবরও মানতে চাননি শরদের ভাইপো অজিত পাওয়ার।

সঞ্জয় রাউত সামানাতে জানিয়েছিলেন, শরদ পাওয়ার মঙ্গলবার তাঁকে জানিয়েছেন, কেউই দল বদল করে অন্যত্র যেতে চান না কিন্তু পরিবারকে টার্গেট করা হচ্ছে। যদি কেউ দল ছাড়ার ব্যাপারে ব্যক্তিগত সিদ্ধান্ত নেন সেটা একেবারেই তাঁর নিজস্ব ব্যাপার। কিন্তু দল হিসাবে আমরা কোনও দিনই বিজেপির সঙ্গে যাব না।

কেউ যদি বিজেপিতে যোগ দেন তবে সেটা হবে তাঁর রাজনৈতিক আত্মহত্যা। এটা উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার অনুভব করেছিলেন। দলের মুখপত্রে এমনটাই লিখেছিলেন সঞ্জয় রাউত।