MGNREGA-য় ১০০ দিনের কাজে অর্থ বকেয়ার অভিযোগ! কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট

আব্রাহাম থমাস

১০০ দিনের কাজের টাকা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনই কেন্দ্রীয় এমনারেগা স্কিমের আওতায় শ্রমিকরা তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না এমন অভিযোগ তুলে দায়ের হল মামলা। সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছে ‘স্বরাজ অভিযান’ নামের এক এনজিও। অভিযোগ, ফান্ডের কমতি ও কিছু প্রযুক্তিগত পদক্ষেপ যা উপস্থিতি নির্দিষ্ট করছে এই কাদের ক্ষেত্রে, তার জেরে এই মজুরির প্রাপ্তি ঘিরে শুরু হয়েছে জটিলতা।

‘স্বরাজ অভিযান’ এনজিওর অভিযোগ, ফান্ড বের করার ক্ষেত্রে কেন্দ্র যথেষ্ট তৎপর নয়। ফলে রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে এই স্কিমের কাজে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে না। ‘মহত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়েমেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ এর আওতায় ১০০ দিনের নিশ্চিত কাজের প্রকল্প ঘোষিত ছিল। অভিযোগ, সেই কাজের প্রাপ্য টাকা কেন্দ্র রাজ্যগুলিকে দিচ্ছে না। এই মামলা সুপ্রিম কোর্টে যেতেই দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে একটি নোটিস পাঠায়। জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের অবস্থান। কোর্ট জানিয়েছে,’অবশেষে সুবিধাভোগীদের তাদের বকেয়া পেতে হবে। স্কিমটিকে আরও বাস্তব ও অর্থবহ করতে কেন্দ্রকে তার পরামর্শ দিতে হবে’। এরপরই এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি অজয় রস্তোগির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিকে, কেন্দ্রের তরফে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল কে এম রস্তোগি। তিনি কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরোধিতা করেন।  তিনি পাল্টা দাবিতে বলেন, যে এনজিও এই মামলা এনেছে, তারা জেনে শুনে পশ্চিমবঙ্গের মামলা তুলে ধরেছে। যেখানে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে অর্থ বরাদ্দ হয়নি এমনারেগা প্রকল্পের আওতায়। মামলায় অপর প্রান্তে ছিলেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি তুলে ধরেন পশ্চিমবঙ্গের ৭৫০০ কোটি টাকার বকেয়া রয়েছে এই প্রকল্পে। যার জেরে ৩.৪ কোটি কর্মী সেখানে তাঁদের মোট প্রাপ্য ২৭৬২ কোটি টাকা থেকে বঞ্চিত রয়েছেন।

(গুরুদোয়ারায় হামলায় আমেরিকায় ২ ধৃত ভারতেও ‘ওয়ান্টেড’ ! পর্দাফাঁস সিন্ডিকেটের )

সমস্ত সওয়াল জবাব শুনে কোর্ট সাফ জানিয়েছে, কোনও রাজ্য নিয়ে কোর্ট ভাবছে না। রাজনীতিকে সরিয়ে এই মামলা প্রসঙ্গে বক্তব্য পেশের কথা বলেছে দেশের শীর্ষ আদালত। এই মামলা ইস্যুতে ‘স্বরাজ অভিযান’ দাবি করেছে, নারেগা প্রকল্পে কেন্দ্র তার বাজেট আগের থেকে অনেকটাই বরাদ্দ কমিয়ে দিয়েছে। ২০২১ সালে যা ছিল ৯৮ হাজার ৪২৮ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালে হয়েছে ৬০, হাজার কোটি টাকা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup