Vision 2047: মাঠে নেমে কাজ করুন, চিন্তন শিবিরে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ শাহের

নীরজ চৌহান

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার আধিকারিকদের নির্দেশ দিলেন উন্নয়নের কাজ কতটা হচ্ছে তা দেখার জন্য ফিল্ড ভিজিটের উপর জোর দিন। সীমান্ত এলাকায় বেড়া দেওয়া ও রাস্তা তৈরির কাজের উপর দ্রুত নজরদারি করুন।

এক আধিকারিকের মতে, ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমকে ব্যবহার করার জন্য় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শহরগুলি যাতে মহিলা, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ থাকে সেটা দেখার জন্য় নির্দেশ দেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের নিয়ে প্রথম চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেই অংশ নিয়েছিলেন অমিত শাহ। নর্থ ব্লকে দুটি পর্যায়ে এই ধরনের চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছিল।

অভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে আধিকারিকরা যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করতে পারে সেকারণেই এই চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সচিব পর্যায়ের আধিকারিক, যুগ্ম সচিব, ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর ও অন্যান্য আধিকারিকদের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এনিয়ে মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রকের কাজের পর্যালোচনার জন্য় এই চিন্তন শিবিরের আয়োজন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অ্যাকশন প্ল্যান মিশন ভিশন ২০৪৭কে বাস্তবায়িত করার জন্য় এই পর্যালোচনা করা হয়েছে।

এর আগে আধিকারিকদের যে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন তার কাজ কতটা হয়েছে তা নিয়েও এদিন কথাবার্তা হয়। এক আধিকারিকের মতে, শাহ এদিন জানিয়েছেন, আধিকারিকরা মাঠে নেমে কাজ করুন। উন্নয়নের কাজ গুলি সরেজমিনে খতিয়ে দেখুন। সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার, রাস্তা তৈরির যে কাজ হচ্ছে সেগুলি খতিয়ে দেখুন আধিকারিকরা।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি যেন নিয়মিত মিটিং করে যাতে কর্মী আধিকারিকরা নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি পেতে পারেন। পাশাপাশি ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমকে ব্যবহার করার জন্য় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শহরগুলি যাতে মহিলা, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ থাকে সেটা দেখার জন্য় নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup