IPL 2023: Kkr Vs Delhi Match, Live Streamming, When And Where To Watch


নয়াদিল্লি: আইপিএল (IPL) লম্বা প্রতিযোগিতা হলেও এখনও যদি জয়ের রাস্তা খুঁজে না পায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাহলে চলতি আইপিএলের প্লে-অফের অঙ্ক কষা কার্যত আর হবে না তাদের। তাই ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরার জন্য মরিয়া চেষ্টাতেই নামবে তারা। প্রথম একাদশে তারা কী পরিবর্তন করবে সেদিকেই থাকবে নজর। মিডল অর্ডারে রভম্যান পাওয়ালের প্রত্যাবর্তন হবে কি না, পেস বিভাগে আনরিখ নর্জে না রাউলি রুসো কার ওপর আস্থার রাখবে দিল্লি দল, সেটাই দেখার। এদিকে, কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বাংলার হয়ে রনজি খেলা দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েল, কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকেও। 

পাশাপাশি জোড়া হারের পর কেকেআর শিবিরেও বদল আসতে হতে পারে বলেই সম্ভাবনা প্রবল। ব্রিটিশ ব্যাটার জেসন রয়ের কেকেআর জার্সিতে অভিষেক হতে পারে দিল্লির বিরুদ্ধে। সেক্ষেত্রে চার বিদেশির কম্বিনেশন বজায় রাখতে কলকাতা টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশের বাইরে রাখতে পারে রাহমানুল্লা গুরবাজকে। কিপার-ব্যাটসম্যান গুরবাজ দলের বাইরে গেলে সেক্ষেত্রে উইকেটের পিছনে দেখা যেতে পারে অন জগদীশনকে

আজকের খেলা

আজ আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের মুখোমুখি

বে কলকাতা নাইট রাইডার্স

কবে খেলা

আজ ২০ এপ্রিল, বৃহস্পতিবার দিল্লি বনাম কেকেআর একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।

টানা পাঁচ ম্যাচে হার। প্যানিক বাটন প্রেস করে দিচ্ছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কর্তারা। দলের সব ভারতীয় ব্যাটাররা ব্যর্থ।অগত্যা আনক্যাপড ও নিলামে অবিক্রিত দুই ক্রিকেটারকে ডেকে পাঠাল দিল্লি। যাঁদের মধ্যে একজন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। অন্যজন প্রিয়ম গর্গ। এক সময় যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন। পৃথ্বী শ রান পাচ্ছেন না। যশ ধূল, ললিত যাদব, কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাধ্য হয়ে লাল বলের দুই বিশেষজ্ঞকে ডেকে পাঠাল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি দলের দিকে নজর রাখা আইপিএলের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নেওয়া যেতে পারে যে কোনও দলে। দিল্লি দলে ইতিমধ্যেই ২৫ জন রয়েছে। তাই কীভাবে কারও পরিবর্ত নেওয়া যায়, দেখা হচ্ছে। আপাতত শুধু এটুকু বলা যেতে পারে যে, দুই ক্রিকেটারই ট্রায়ালের জন্য আসছেন।