IPL 2023 Purple Cap : Mark Wood Beats Yuzvendra Chahal Tops The List Of Purple Caps In The IPL At The Moment


নয়াদিল্লি : একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। পার্থক্য করে দিচ্ছে শুধুমাত্র বোলিং গড়। জমে উঠেছ আইপিএলের পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) তথা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের লড়াই। আপাতত যে তালিকায় শীর্ষে রয়েছেন ব্রিটিশ বোলার মার্ক উড (Mark Wood)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মেগা ম্যাচে তিনি না খেললেও আপাতত ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলেই রেখেছেন তিনি।

সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় উডকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও লখনউয়ের কোনও ব্যাটসম্যানকেই সাজঘরে না ফেরাতে পেরে তালিকায় দুই নম্বরেই রয়েছেন যুযবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্যালসের এই বোলারের ঝুলিতেও রয়েছে ১১ টি উইকেট। তবে ৬ ম্যাচে খেলেছেন তিনি। আর বোলিং ইকোনমি ৮.২৫। পাশাপাশি এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট। এদিকে, লখনউয়ের পেসার উডের বোলিং অ্যাভারেজ ৮.১২। আর এবারের আইপিএলে মাত্র ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেওয়া তাঁর সেরা পারফরম্যান্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এটিই একমাত্র পাঁচ উইকেট দখল। 

এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন রশিদ খানও। পার্পল ক্যাপ লড়াইয়ে আপাতত তিন নম্বরে রয়েছেন আফগান স্পিনার। গুজরাত টাইটান্স শিবিরের বোলারের ইকোনমি ৮.৩০। ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেওয়া এবারের আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত শিবিরেরই পেসার মহম্মদ শামি। তিনি রয়েছেন চার নম্বরে। শামির বোলিং ইকোনমি ৮.৩৫। শুধুমাত্র বোলিং ইকোনমিতে পিছিয়ে থেকে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তুষার দেশপাণ্ডে। চেন্নাই সুপার কিংসের এই পেসারেরও দখলে ১০ উইকেট। 

রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ পার্পল ক্যাপ দখলের তালিকায় যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্ঠম ও নবম স্থানে রয়েছেন। তাঁদের প্রত্যেক ঝুলিতে

রয়েছে ৮ টি করে উইকেট। 

এদিকে, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ফাফ ডু প্লেসির পর যথাক্রমে রয়েছেন জস বাটলার, বেঙ্কটেশ আইয়ার, শিখর ধবন, শুভমন গিল ও ডেভিড ওয়ার্নার।                                                      

আরও পড়ুন- হাড্ডাহাড্ডি রান লড়াই, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আপাতত শীর্ষে ডু প্লেসি-ই