Tiger attack: গরম থেকে বাঁচতে খোলা জায়গায় শুয়েছিলেন মহিলা, টেনে নিয়ে গেল বাঘে

ভয়াবহ ঘটনা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের চন্দরপুর গ্রামে অনেক সময়ই প্রবল গরমের হাত থেকে বাঁচতে অনেকেই খোলা জায়গায় রাতে শোন। তেমনই ৫৩ বছর বয়সী এক মহিলা সাওলি এলাকায় ঘরের বাইরে শুয়েছিলেন। গরমের হাত থেকে বাঁচার জন্য। গরম থেকে বাঁচলেও বাঘের হাত থেকে বাঁচতে পারলেন না তিনি। মর্মান্তিক ঘটনা।

তাদোবা টাইগার রিজার্ভ সংলগ্ন ওই গ্রামে মহিলা রাতে বাইরেই শুয়েছিলেন। সেই সময় একটি বাঘ তাঁকে তুলে নিয়ে যায় বলে খবর। সোমবার রাতে তিনি যখন বাইরে শুয়েছিলেন সেই সময় একটি বাঘ তাকে তুলে নিয়ে চলে যায়। বনদফতরের আধিকারিকরা এমনটাই জানিয়েছেন।

চন্দ্রপুর সার্কেলের চিফ কনসার্ভেটর অফ ফরেস্ট জিতেন্দ্র রামগাঁওকর জানিয়েছেন, মৃত মহিলার নাম মান্ডাবাই সিদাম। একটি বাঘ তাকে তুলে নিয়ে গিয়েছিল। সেই সময় মহিলা তীব্র চিৎকার শুরু করে দেন। তার জেরে বাঘটি তাকে ছেড়়ে পালিয়ে যায়। এরপর বাঘটি বনে চলে যায়। কিন্তু ঘটনাস্থলেই মহিলার মৃত্য়ু হয়।

তিনি জানিয়েছেন ঘটনার খবর পেয়েই বনদফতর ও পুলিশ ঘটনাস্থলে যায়। ওই মহিলার পরিবারের জন্য প্রাথমিক কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য ওই এলাকায় অনেকেই বাইরে ঘুমোন। সেই সময়ই বাঘটি তাকে তুলে নিয়ে চলে যায়। আধিকারিকদের মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় ৮জনের মৃত্যু হয়েছিল বাঘের হানায়। গত বছর ৫৩জনের মৃত্যু হয়েছিল বাঘের হানায়। চিতাবাঘও হামলা চালায় এলাকায়। আর ওই সময়ের মধ্যে ১৪টি বাঘের মৃত্য়ু হয়েছিল।

তবে দেশের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন এলাকায় বাঘের হানায় একের পর এক ব্যক্তির মৃত্যুর নজির রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চিতাবাঘের হানায় একাধিক ব্যক্তি জখম হওয়ার নজির রয়েছে। চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় অনেক সময় জখম হয়েছেন শ্রমিকরা। এমনকী চা বাগান সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় অনেক সময় ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। সেই নিরিখে জখম হন অনেকেই। এবার মহারাষ্ট্রে বাঘের হানা। রাতে বাড়ির বাইরে শোয়াটাই কাল হল বাসিন্দাদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup