করোনায় কলকাতায় ১ দিনে ৩ জনের মৃত্যু

উত্তরভারতজুড়ে প্রবল দাবদাহের মধ্যে ফের তেড়েফুঁড়ে উঠছে করোনা। দেশে ইতিমধ্যে দৈনিক সংক্রমণ ১০০০০ এর গণ্ডি ছাড়িয়েছে। তারই মধ্যে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে এল আশঙ্কার খবর। সেখানে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয়েছে ৩ জনের। প্রয়াতদের প্রত্যেকের বয়স ৮০-র ওপরে। তাঁদের ফুসফুসে সংক্রমণ ছিল বলে জানা গিয়েছে।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, নিহতরা হলেন কলকাতা লাগোয়া পাটুলির বাসিন্দা সুন্দরী ঘোষ (৯৩), দমদমের বাসিন্দা সুবীরকুমার কর (৮০) ও খড়দার বাসিন্দা আরতি দাস (৯২)। আগে থেকেই তাঁরা বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ছিল বুকে সংরক্রমণ। তার মধ্যেই করোনায় সংক্রমিত হন তাঁরা।

দেশের সঙ্গে রাজ্যেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে মঙ্গলবার। হাসপাতালে ভর্তি ৪০ জন। পরিস্থিতি দেখে ফের মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। সঙ্গে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা।