‘মানসিক ভারসাম্যহীন কী করে বিধায়ক থাকেন!’মুকুলের কেন্দ্রে উপনির্বাচন চান সুকান্ত

বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি। দিল্লিতে বসে সংবাদমাধ্যমকে একাধিকবার জানাচ্ছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কিন্তু রাজ্য বিজেপি বলছে অন্য কথা। তারা চাইছে, অবিলম্বে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হোক। মুকুল রায়ের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে সেই দাবি সাংবাদিকদের কাছে বললেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার কৃষ্ণনগর উত্তরে সভা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সভার পর সাংবাদিকরা যখন তাঁর কাছে মুকুল রায়ের প্রসঙ্গ উত্থাপন করেন, বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘আমরা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে উপর্নিবাচন চাই। এই প্রস্তাব আমরা বিধানসভার স্পিকারের কাছে তুলব। এক জন মানসিক ভারসাম্যহীন লোক কী ভাবে বিধায়ক থাকেন।’

ওই বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীরাও চাইছেন না মুকুল রায় আবার দলে ফিরুন। তাঁরা রাজ্য সভাপতির কাছে প্রকাশ্যেই সেই দাবি জানান। উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ‘দল নেবে কি না সেটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। এই বিজেপি পরিবর্তিত বিজেপি। তৃণমূল থেকে কোনও নেতা যদি আসেন তাঁকে আমাদের নেতা মেনে জয়ধ্বনি দিয়ে পিছনে বসতে হবে।

অর্থাৎ গত বিধানসভা ভোটের সময় যে ছবিটা দেখা গিয়েছিল, তার আর পুনরাবৃত্তি হবে না। তাতে বিজেপির লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। তার অন্যতম হল মুকুল রায় পর্ব। দল বদল করে বিজেপিতে এলেও তাঁদের বঙ্গ বিজেপি নেতাদের পিছনেই বসতে হবে। এমনটাই আকাঙ্ক্ষা সুকান্ত মজুমদারদের।

আগামী দিনে কারা টিকিট পাবেন সেটাও জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি। মঞ্চে বসা নেতাদের উদ্দেশে বলেন, ‘যাঁরা সমস্ত অত্যাচার সহ্য করে বুক চিতিয়ে বিজেপি করে আসছেন, পালিয়ে যাননি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দিতে হবে।’