India Coronavirus Update 21 April Active Covid Cases In Country Climb To 66,170


নয়াদিল্লি :  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের ( coronavirus )  সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে খবর, ভারতে একদিনে আক্রান্ত কোভিড আক্রান্ত ১১ হাজার ৬৯২ জন। অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ৬৬ হাজার ১৭০। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনায় মৃত্যু হয়েছে।  এতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩১, ২৫৮। 

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে,  এখনও পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা নথিভূক্ত করা হয়েছে ৪.৪৮ কোটি । দেশে সক্রিয় কোভিড কেসের সংখ্যা  মোট সংক্রমণের 0.১৫ শতাংশ । বর্তমানে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার হার  ৯৮.৬৭ শতাংশ।  

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু হয়েছে । বৃহস্পতিবার রাতে বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। এই নিয়ে এক মাসে বেলেঘাটা আইডিতে ২ করোনা আক্রান্তের মৃত্য়ু হল। 

বৃহস্পতিবার, আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯১ জন, যা আগের ৮ মাসে সর্বাধিক। লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৫ হাজার ২৮৬। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের।