IPL 2023: Jofra Archer Focuses On ‘feeling Good’ As He Nears Mumbai Indians Return, Know In Details


মুম্বই: ডান কনুইয়ে ব্যথা অনুভব করেছিলেন। সেই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন জোফ্রা আর্চার (Jofra Archer)।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবছরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ইংরেজ পেসার। ২ এপ্রিল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিলেন আর্চার। সেটাই ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে তাঁর অভিষেক। তবে সেই ম্যাচে নজর কাড়তে পারেননি আর্চার। ৪ ওভারে ৩৩ রান খরচ করেছিলেন। কোনও উইকেট পাননি। তারপর থেকেই আর খেলছেন না আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন, তাঁর সামান্য চোট রয়েছে।

তবে পরের সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে আর্চারকে। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচেও আর্চারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার নেটে ৪ ওভার বল করেন আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডও আর্চারের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।

আর্চার একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, ‘অবশ্যই দারুণ সক্রিয়ভাবে টুর্নামেন্টে আসার পর থেকে গত ২ সপ্তাহ ভঙাল কাটেনি। তবে অনেকদিন মাঠের বাইরে থাকলে এরকম হয়। শরীর একেবারে একশো শতাংশ ঠিক হয়ে যায় না। মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যে, যা অবস্থা তার চেয়েও গুরুতর মনে হয়। আমি জানি না কোন ম্যাচ আমার পরের ম্যাচ হবে। তবে আমি নিজেকে সবরকমভাবে প্রস্তুত রাখছি। সত্যি কথা বলতে কী, আমি দ্রুত গতিতে বল করতে চাই। তবে মানসিকভাবে ভাল থাকলে এমনিই ভালা বোলিং হয়। আমি শুধু মানসি

কভাবে সতেজ থাকতে চাইছি।’

গতবারের আইপিএলের নিলামে ৮ কোটি টাকা খরচ করে আর্চারকে সই করিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান বেন লাংলি। যিনি এক সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ফিজিও ছিলেন। তাঁর অধীনেই চলছে আর্চারের ফিরে আসার লড়াই। আর্চার নিজে বলেছেন, ‘আমার খুব ভাল পরিচর্যা হচ্ছে। মনে হচ্ছে যেন বাড়িতেই আছি।’

পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল মুম্বই। তবে তারপর টানা তিন ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মারা। আর্চার বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুটা যেরকম হওয়ার কথা ছিল সেভাবে করতে পারিনি। তবে এবার আশা করছি ভাল খেলব।’

আরও পড়ুন: হলুদ শাড়িতে কলকাতা-দিল্লির দ্বৈরথ দেখতে মাঠে হাজির সোনম, রইলেন অ্যাপেলের সিইও