SSKM Hospital: ফুসফুসে আটকে গিয়েছিল ভুট্টার বীজ, ৬ বছরের শিশুর প্রাণ বাঁচল SSKM-এ

ভুট্টা খেতে গিয়ে ফুসফুসে আটকে গিয়েছিল বীজ। অনবরত কাশি হচ্ছিল শিশুর। শেষ পর্যন্ত চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল ৬ বছরের শিশুর। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ইএনটি বিভাগের চিকিৎসকরা শিশুর ফুসফুস থেকে ভুট্টার বীজ বের করেন। ওই শিশুর নাম আবু সুফিয়ান। শিশুটি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। বর্তমানে সুস্থ রয়েছে ওই শিশু।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল ভুট্টা খাওয়ার সময় কোনওভাবে শিশুটির বাম ফুসফুসে বীজ আটকে যায়। প্রায় এক সপ্তাহ ধরে তার তীব্র কাশি ছিল। ক্রমেই কাশি তীব্র হতে থাকে। শিশুর বাবা–মা লক্ষ্য করেন যে কাশি থেকে রক্ত ​​বের হচ্ছে এবং গলায় ব্যথা বাড়তে শুরু করে। প্রথমে শিশুর বাবা মা কিছুই বুঝে উঠতে পারেননি। তাঁরা প্রথমে শিশুকে নিয়ে যান কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর টনসিলের চিকিৎসা করা হয়। কিন্তু, তারপরেও শিশু সুস্থ হয়নি। তার অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে।

বুধবার শিশুকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে রাতভর চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। এরপর ওই শিশুর এক্স রে সহ যাবতীয় পরীক্ষা করে বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানতে পারেন যে ভুট্টার বীজটি তার বাঁ দিকের ফুসফুসে আটকে রয়েছে। চিকিৎসকরা দেরি না করে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ভুট্টার বীজ বাইরে বের করেন। তার বাবা-মা জানান, তাঁদের অজান্তেই শিশুটি ভুট্টার বীজ গিলে ফেলেছিল। বীজ বের করার পর শিশুকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। আজ ওই শিশুকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। শীঘ্রই তাকে বাড়িতে পাঠানো হবে বলে ইএনটি বিভাগের অধ্যাপক অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন। চিকিৎসকদের তৎপরতায় খুশি শিশুর বাবা মা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup