মিস ইংল্যান্ডের ব্যাগে ১৩ কেজি মাদক, হাতেনাতে ধরল পুলিশ!

মিস ইংল্যান্ডের শিরোপা জিতেছিলেন ১৯ বছরের কিশোরী। সেই তিনিই এবার ধরা পড়লেন মাদক কারবারের অন্যতম পান্ডা হিসেবে। সম্প্রতি জেনিফার ইয়াংকে মাদক কারবারের দায়ে আটক করে মেক্সিকো পুলিশ। এবারে মেক্সিকোর আদালতের তরফে তাঁকে কুড়ি বছরের সাজা শোনানো হতে পারে। গত বছর অগাস্টে আমস্টারডম থেকে মেক্সিকোর কানকান বিমানবন্দরে পৌঁছান জেনিফার। সেখানে বিমানবন্দরেই হাতেনাতে তাঁকে ধরে ফেলে পুলিশ। মোট ১৩ কেজির কোকেন মাদক পাওয়া যায় তাঁর কাছে। ছোট্ট প্যাকেট ও বোতলের মধ্যে পুরে রাখা ছিল সেই মাদক। সব মিলিয়ে যার দাম আড়াই লাখ ইউরো!

মেক্সিকো পুলিশের তরফে এই দিন একটি টুইট করে জানানো হয়, কানকান বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সরকারি প্রতিরক্ষা আধাকারিক ও বিমানবন্দর আধিকারিকরা যৌথভাবে আবিষ্কার করেন কোকেনের গাদা গাদা প্যাকেট। ঘটনাচক্রে দেখা যায়, এই ব্যাগটি এক বিদেশি যাত্রীর। তারপরেই তৎপরতার সঙ্গে আটক করা হয় জেনিফারকে। তবে এই বিষয়ে কিছুই নাকি জানেন না তাঁর মা। সংবাদমাধ্যমের তরফে জেনিফারের মায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে তিনি পুরো ঘটনাটি জানতে পারেন।

তিনি এতদিন জানতেন মেয়ে মেক্সিকোতে ঘুরতে গিয়েছে। কিন্তু কয়েকদিন আগেও যখন তাঁর জন্মদিনে মেয়ে ফোন করেনি, তখনই খটকা লাগে তাঁর। তারপরেই জানতে পারেন পুরো ঘটনাটা। তাঁর কথায়, জন্মদিনে মেয়ে যেখানেই থাকুক, তাকে ফোন করে শুভেচ্ছা জানায়। তা না করায়, মেয়ের বন্ধুকে ফোন করেন তিনি। তখনই জানতে পারেন জেলে রয়েছে তার ১৯ বছরের কন্যা। এখনও পর্যন্ত আদালতে পেশ না করা হলেও জেলেই রয়েছেন সেই কিশোরী। তবে অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের জেল হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup