Girl chose education over hijab: হিজাবের জায়গায় বেছে নেন পড়াশোনা, ইদের আগেরদিন বোর্ড পরীক্ষায় প্রথম হলেন তাবা

পড়াশোনা নাকি ধর্মীয় বিশ্বাস? বছরখানেক আগে সেই দুটি প্রশ্নের মুখে দাঁড়িয়েছিলেন তাবাসুম শেখ। যখন বিজেপি-শাসিত কর্ণাটকের ক্লাসরুমে হিজাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাবাসুম, সেটার ফল ইদের ঠিক একদিন আগে পেলেন তাবাসুম। কর্ণাটক বোর্ডের প্রি-ইউনিভার্সিটি কলেজ পরীক্ষায় (PUC) কলা বিভাগে প্রথম হয়েছেন ১৮ বছরের মেয়ে। ৬০০ নম্বরের মধ্যে তাবাসুম পেয়েছেন ৫৯৩। 

অথচ একটা সময় নিয়মিত হিজাব পরে ক্লাস করতেন বলে জানিয়েছেন তাবাসুম। কিন্তু কর্ণাটক সরকারের নির্দেশিকা এবং কর্ণাটক হাইকোর্টে সেই নির্দেশিকা বহাল থাকায় হিজাব না পরেই ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাবাসুম। যিনি একটি বেসরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করতেন। পুরো বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক হলেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন তাবাসুম। পাশে থাকেন বাবা এবং মা।

তারইমধ্যে শুক্রবার কর্ণাটক বোর্ডের প্রি-ইউনিভার্সিটি কলেজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। হিন্দি, মনোবিজ্ঞান (সাইকোলজি) এবং সমাজতত্ত্বে (সোশিয়োলজি) তো পুরো ১০০ নম্বর পেয়েছেন। সবমিলিয়ে ৫৯৩ নম্বর পেয়ে কলা বিভাগে পুরো রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ফলাফল প্রকাশিত হওয়ার পর হিজাব পরেই কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন তাবাসুম। তা নিয়ে কেউ আপত্তি তোলেননি বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

আরও পড়ুন: Karnataka Hijab Row in Supreme Court: ‘পরীক্ষার সময় যেন হিজাব পরতে পারি’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কর্ণাটকের ছাত্রীরা

তারইমধ্যে নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাবাসুম। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক বোর্ডের প্রি-ইউনিভার্সিটি কলেজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তাবসুম বলেছেন ‘হিজাবের পরিবর্তে পড়াশোনা বেছে নিয়েছিলাম।’ সঙ্গে তিনি যোগ করেন, কেরিয়ারে আরও সাফল্য অর্জনের জন্য কিছু বিষয় তো ছাড়তেই হবে। তাই হিজাব না পরেই ক্লাস করার পথে হেঁটেছিলেন। একইসুরে তাবাসুমের বাবা আবদুল খাউম শেখ বলেন, ‘আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

আরও পড়ুন: CJI On Hijab Row: হিজাব ইস্যুতে মামলাগুলির শুনানি জরুরি ভিত্তিতে করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে হিজাব পরিহিত কয়েকজন মুসলিম মেয়েকে কর্ণাটকের একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তারইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা অন্যান্য ধর্মীয় পোশাক পরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে কর্ণাটক সরকার। গত বছর সেই নির্দেশিকা বহাল রেখেছিল কর্ণাটক হাইকোর্ট। বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়িয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)