মন্দির পরিষ্কার করতে গিয়ে ভুলবশত মূর্তির আঙুল ভেঙে ফেলার অভিযোগ! গণপিটুনিতে মৃত ১

মন্দির পরিষ্কার করতে গিয়ে ভুলবশত মূর্তির আঙুলের অংশ ভেঙে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের জেরে তাঁকে মারধর করে খুন করার অভিযোগে গ্রেফতার ৩ ব্যক্তি। ঘটনা গুরুগ্রামের খান্দসা গ্রামের। সেখানে এক ২৪ বছর বয়সী ব্যক্তির এই মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ২৪ বছর বয়সী দীনেশ নেপালের বাসিন্দা। তাঁকে কয়েকদিন আগেই মন্দিরে সাফাই করার কাজে নিয়োগ করা হয়েছিল। মন্দির চত্বর ধোয়ার সময় তিনি অসাবধনাবশত একটি মূর্তি ভেঙে ফেলেন বলে অভিযোগ। এরপর গুরুগ্রামের বানিওয়ালা মন্দিরের সামনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার ভুলবশত ওই মূর্তির আঙুলের অংশ ভেঙে ফেলেন দীনেশ। এরপর এই ভাঙা অংশ দেখতে পান মন্দিরের সঙ্গে জড়িত ৩ ব্যক্তি। তারা দীনেশকে মারধর করতে থাকেন বলে অভিযোগ। পুলিশ সূত্রের দাবি, স্থানীয় এক বটগাছে বাঁধা হয় দীনেশকে। তারপর মন্দিরের সঙ্গে জড়িত অজিত ডেকে পাঠান প্রেমজিত ও সনুকে। জানা গিয়েছে, ৫৭ বছরের অজিত সিং মন্দিরের স্থানীয় পুরোহিত। তিনিই ডেকে পাঠান বাকিদের। তিনজনে মিলে দীনেশকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। লাঠি, লোহার রড এমনকি কুড়ুলও বাদ যায়নি এই মারধরের সময়ের হাতিয়ার হিসাবে। শেষে দীনেশকে মারধর করার পর সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। 

( হাসপাতালে অসুস্থ অচৈতন্য বৃদ্ধাকে যৌন অত্যাচার ছেলের বন্ধুর! দেখে ফেলেন নার্স)

এদিকে, মারধরের পর দীনেশ ঢলে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে চলে ৩ জনের গ্রেফতারি। পুলিশ বলছে, মূল অভিযুক্ত হলেন ওই পুরোহিত। কারণ তিনিই হামলা চালিয়েছেন। জানা গিয়েছে, পুরোহিত মন্দিরের কেয়ারটেকার হিসাবেও কাজ করেছেন। আর তাঁর আরও এক সঙ্গী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তবে আপাতত জামিনে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup