হাসপাতালে প্যারালাইসিসের শিকার অচৈতন্য বৃদ্ধাকে যৌন অত্যাচার ছেলের বন্ধুর! গ্রেফতার ১

হাসপাতালে এক ৭৭ বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ ৪০ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা বহুদিন ধরে ছিলেন প্যারালাইসিসের শিকার। বুধবার তাঁকে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে। এরপর শুক্রবার অভিযুক্তকে নিজের জালে নেয় পুলিশ।

পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত দীপক ঠাকরে, ওই বৃদ্ধার সৎ ছেলের বন্ধু বলে জানা গিয়েছে। অসুস্থ বৃদ্ধাকে দেখতে হাসপাতালে দীপক এসেছিল বলে জানা গিয়েছে। যখন বৃদ্ধার ওষুধ কিনতে তাঁর সৎ ছেলে হাসপাতালের বাইরে গিয়েছিলেন, তখন ওই সৎ ছেলের বন্ধু দীপক বৃদ্ধার সঙ্গে রাতে হাসপাতালের ঘরে থাকতে সম্মত হন। তখনই ওই বৃদ্ধার ওপর নারকীয় যৌন অত্যাচার চালায় দীপক, বলে অভিযোগ। এদিকে, বৃদ্ধা তখন হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। অন্যদিকে, হাসপাতালে ঘরে তখন নার্স ঢুকে পড়েন। অভিযোগ, নার্স ঢুকতেই দেখেন অচৈতন্য বৃদ্ধার ওপর যৌন অত্যাচার চালাচ্ছে দীপক। চমকে ওঠেন নার্স। সঙ্গে সঙ্গে অ্যালার্ম দেন নার্স। ছুটে আসেন হাসপাতালের স্টাফরা। ধরে ফেলেন দীপককে। সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। 

ধানতোলি পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। পুলিস জানাচ্ছে, ধর্ষণের শিকার মহিলাকে সমস্ত রকমের মেডিক্যাল সাহায্য ও মানসিক স্বাস্থ্যের দিক থেকে সাহায্য করা হচ্ছে। জানা গিয়েছে, যে মহিলা এই ধর্ষণের শিকার তিনি একজন প্রাক্তন সরকারি কর্মী। তিন বছর আগে তিনি প্যারালাইসিসের শিকার হন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup