Eid 2023 Wishes: প্রিয়জনের সঙ্গে সম্পর্ক হোক আরও গভীর, তাকে জানান পবিত্র ইদের শুভেচ্ছা

চলে এল খুশির ইদ। দীর্ঘ এক মাসের রোজা শেষে আসে এই দিনটা। সবাই উৎসুকভাবে অপেক্ষা করে এই দিনটির জন্য। এই দিন আপনার প্রিয় মানুষকে পবিত্র ইদের শুভেচ্ছা বার্তা জানান। বেছে নিন প্রিয় শুভেচ্ছাবার্তাটি। 

  • এই পবিত্র ইদে আল্লাহর আশীর্বাদ তোমার উপর আসুক, তোমার জীবন সুখ ও আনন্দে পূর্ণ হোক, এই দোয়া করি। ইদ মোবারক।
  • বন্ধু আজ তোমার আসার জন্য অপেক্ষা করব, ইদ মোবারক, শুভ হোক তোমার ইদের দিন।
  • সোনালি দুপুর, সুন্দর রাত, আপনার সারাটি বছর রঙিন হোক, এটাই কামনা করি পবিত্র ইদের দিন।
  • অনেক বেশি খুশি ঘিরে থাকুক তোমাকে, ইদের শুভেচ্ছা জানাই বন্ধু। ইদ মোবারক।
  • আপনজনকে নিয়ে আরও দিন দিন খুশি থাকো বন্ধু, ইদের দিন এটাই দোয়া করি আল্লাহর কাছে। ইদ মোবারক।
  • লাল গোলাপের ভালোবাসা দিয়ে দাওয়াত জানাই ইদের, ইদ মোবারক প্রিয় বন্ধু।
  • আমার জীবনে যা কিছু পাওয়া, তা সবই ইদের দোয়ায়। তাই এত্ত ভালোবাসি এই দিনটিকে। ইদ মোবারক প্রিয় বন্ধু।
  • ইদের দিনে তোমার আর কোনও ইচ্ছা যেন অপূর্ণ না থাকে। পবিত্র ইদের অনেক শুভেচ্ছা জানাই। ইদ মোবারক প্রিয় বন্ধু।
  • ইদ মানেই সব দুঃখকষ্ট ভুলে আনন্দে মেতে ওঠা। ইদ মোবারক প্রিয় বন্ধু।
  • ইদের মতোই তোমার জীবন আলোয় ভরে উঠুক। আজকের দিনে এটাই আমার দোয়া বন্ধু। ইদ মোবারক প্রিয় বন্ধু।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup