Jio Air Fiber: টেক্কা দেবে ব্রডব্যান্ডকে, ওয়্যারলেস Air Fiber আনছে Jio, ৩ মাসে লাভ হল ৪৭১৬ কোটি

‘ওয়্যারলেস’ হলেও ব্রডব্র্যান্ডের মতো স্পিডে ছুটবে। চলতি বছরের মধ্যেই সেই ‘Air Fiber’ (এয়ার ফাইবার) চালু করতে চলেছে রিলায়েন্স জিয়ো। টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, যে গ্রাহকরা ইতিমধ্যে জিয়ো ফাইবার ব্যবহার করছেন, তাঁরা যাতে ‘Air Fiber’ পরিষেবা বেছে নেন, সেই প্রস্তাব দেওয়া হবে। সেইসঙ্গে বাজারের অন্যান্য ক্ষেত্রেও ‘Air Fiber’ পরিষেবা বিস্তারের পরিকল্পনা নিয়েছে জিয়ো। সংশ্লিষ্ট মহলের মতে, এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও টেক্কা দিতে চাইছে মুকেশ আম্বানিদের সংস্থা। তারইমধ্যে গত অর্থবর্ষে শেষ ত্রৈমাসিকে জিয়োর মুনাফা ১৬ শতাংশ বেড়ে ঠেকেছে ৪,৭১৬ কোটি টাকায়।

জিয়ো প্ল্যাটফর্মের অধিকর্তা কিরণ থমাস বলেছেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে গ্রাহকরা ওই পরিষেবা (Jio Air Fiber পরিষেবা) ব্যবহার করতে পারবেন। আমাদের 5G পরিষেবা অধিকাংশ মানুষের (টার্গেট অডিয়েন্স) কাছে পৌঁছে যাওয়ার পরই এই পরিষেবা (এয়ার ফাইবার) চালু করার পরিকল্পনা করছি।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ মিলিয়ন বাড়িতে জিয়ো ফাইবার এবং এয়ার ফাইবার পরিষেবা পৌঁছে দিতে চাইছে জিয়ো।

আরও পড়ুন: Jio cinema subscription: আইপিএল কি আর দেখা যাবে না নিখরচায়? মরশুমেই মাঝেই জিও-এর ঘোষণা নিয়ে ধন্দ

সংশ্লিষ্ট মহলের মতে, মোবাইল পরিষেবার ক্ষেত্রে যেভাবে ‘বিপ্লব’ ঘটিয়েছিল জিয়ো, সেই মডেল মেনেই ব্রডব্যান্ড ক্ষেত্রে প্রবেশ করছে চাইছে আম্বানিদের টেলিকম সংস্থা। অর্থাৎ জিয়ো যখন বাজারে প্রথম আসে, তখন অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকদের দ্বিতীয় বা বিকল্প সিম ছিল। যা বিভিন্ন অফারের জন্য ব্যবহার করতেন। কিন্তু ক্রমশ সেই জিয়ো সিমই মূল সিম হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। কেউ নিজেদের মূল নম্বর পোর্ট করে নিয়েছেন, কেউ আবার নতুন জিয়ো সিমই বিভিন্ন নথিপত্রে যোগ করে নিয়েছেন। অর্থাৎ অনেকের ক্ষেত্রে জিয়োর সিমই মূল হয়ে উঠেছে। এয়ার ফাইবারের ক্ষেত্রেও জিয়ো ঠিক সেটাই করতে চাইছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)