Mamata-Nitish: বাংলায় আসছেন নীতীশ কুমার, কালীঘাটের বাসভবনে মমতার সঙ্গে কি বৈঠক হবে?

তিনি বলেছেন ২০২৪ লোকসভা নির্বাচনে কেন্দ্রের গদি উলটে দেবেন। বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। আর তার পর থেকেই জাতীয় রাজনীতির অলিন্দে ঘুঁটি সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যে যেখানে শক্তিশালী সেখানে তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে। যাতে লড়াই করে বিজেপিকে পরাস্ত করতে পারে। হ্যাঁ, এই ফর্মুলা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন অ–বিজেপি বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এবং বিজেপির বিকল্প মুখ মমতাকেই মনে করছেন বাকিরা। তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাংলায় আসছেন বলে সূত্রের খবর। যা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে।

কবে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী?‌ আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার বাংলায় আসতে পারেন নীতীশ কুমার। এমনকী সেদিনই তাঁর কালীঘাটে যাওয়ার কথা আছে। তিনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। আর তারপরই বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হবে বলে সূত্রের খবর। এর আগে কুমারস্বামীর সঙ্গে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেসি আরের সঙ্গে আগে কথা হয়েছে। নিজে ওড়িশায় গিয়ে কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক –এর সঙ্গে। অখিলেশ যাদবও কালীঘাটের বাড়িতে এসে বৈঠক করে গিয়েছেন। এবার আসার কথা নীতীশ কুমারের। যদিও তৃণমূল কংগ্রেস এবং জেডিইউ–এর পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আর কী জানা যাচ্ছে?‌ এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দূত পাঠাবেন। তবে সেই দূত কে?‌ এবং কবে আসবেন?‌ তা এখনও খোলসা করে বলেননি তিনি। এম কে স্ট্যালিনের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোনে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রীর বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এনডিএ ছেড়ে বেরিয়ে এসে বিজেপিকে একা করে দিয়েছেন নীতীশ কুমার। তাই এখন নীতীশ বিরোধী জোটে বড় তুরুপের তাস।

মমতা–নীতীশের বৈঠকের গুরুত্ব কোথায়? বাংলার–বিহার যদি জোটে অগ্রণী ভূমিকা নেয় তাহলে সেখানে আরও অ–বিজেপি দল যোগ দেবে। আর প্রত্যেকটি দল যদি নিজ নিজ রাজ্যে আসন ধরে রাখতে পারে তাহলে বিজেপির ২০০ আসন পাওয়া কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে মমতা–নীতীশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মমতার চারপাশে বিজেপি এবং মোদী বিরোধী নেতা–নেত্রীদের ভিড় বাড়ছে। সুতরাং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই একটা নরেন্দ্র মোদী–বিজেপি বিরোধী বলয় গড়ে উঠছে। নীতীশের আগমনে সেটা আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।