RCB vs RR Match Preview: লিগ শীর্ষে টিকে থাকার লক্ষ্যে আরসিবির মুখোমুখি রাজস্থান, কে জিতবে ম্যাচ?

<p><strong>বেঙ্গালুরু: </strong>পরপর তিন ম্যাচ জেতার পর গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। তাও বর্তমানে লিগ শীর্ষেই রয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রয়্যালসরা। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর গত ম্যাচে পাঞ্জাব কিংসকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আজ বড় ব্যবধানে জিতলেই প্রথম চারে প্রবেশ করার হাতছানি রয়েছে ফাফ ডুপ্লেসির দলের সামনে। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার প্রত্যাশা করতেই পারেন।</p>
<p><strong>মুখোমুখি লড়াই</strong></p>
<p>আরসিবি ও রাজস্থান এখনও পর্যন্ত আইপিএলে ২৭বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই। আরসিবি ১৩ ম্যাচ জিতেছে, ১২ জয় এসেছে রাজস্থানের ভাগ্য, দুইটি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।</p>
<p>&nbsp;</p>
<p><strong>কবে খেলা</strong></p>
<p>আজ ২৩ এপ্রিল, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে</p>
<p><strong>কোথায় খেলা</strong></p>
<p>আজকের খেলাটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে&nbsp;</p>
<p><strong>কখন শুরু ম্যাচ</strong></p>
<p>এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ দুপুর ৩টেয় টস হবে</p>
<p><strong>কোথায় দেখবেন?</strong></p>
<p>টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএলের</a> এই ম্যাচটি</p>
<p><strong>অনলাইনে কোথায় দেখা যাবে?</strong></p>
<p>অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি</p>
<p>সবুজ জার্সি</p>
<p>আইপিএলে দীর্ঘ ২ বছর পর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন পাঞ্জাব কিংসের (RCB vs PBKS) বিরুদ্ধে। ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। এবার রাজস্থানের বিরুদ্ধে নতুন জার্সিতে মাঠে নামতে চলেছেন কোহলি-ফাফরা। ২০১১ সাল থেকে প্রতি বছরই ভারতের ‘গার্ডেন সিটি’-র ফ্র্যাঞ্চাইজি&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;মরসুমের একটি ম্যাচ তাঁদের জার্সির রঙ বদলে সবুজ জার্সি পড়ে খেলে। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। আরসিবির তরফে সদ্যই জানানো হয়েছে ২৩ এপ্রিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিরা লালের বদলে সবুজ রঙের জার্সি পড়েই মাঠে নামবেন। আরসিবির ‘গ্রি গ্রিন’ উদ্যোগের অন্তর্গতই রাজস্থানের বিরুদ্ধে&nbsp;<a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>দের সবুজ জার্সি পরে খেলতে দেখা যাবে।</p>
<p>মানুষজনকে পরিবেশ সংক্রান্ত না না বিষয়ে সচেতন করতেই প্রতিবছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। <a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>কালে কেবল এক মরসুমেই এর অন্যথা ঘটেছিল। সেইবার স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি নীল জার্সি পরে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাছাড়া প্রতি মরসুমেই তাঁরা একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে এবং এবারেও তেমনটাই হতে চলেছে। আরসিবির এই সবুজ জার্সি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়েই তৈরি হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="সৌরভকে নিয়ে একটা শব্দ বলুন, জবাবে কী লিখলেন সচিন?" href="https://bengali.abplive.com/sports/ipl-2023-sachin-tendulkar-asked-to-say-a-word-on-sourav-ganguly-the-legendary-batter-replied-972668" target="_self">সৌরভকে নিয়ে একটা শব্দ বলুন, জবাবে কী লিখলেন সচিন?</a></strong></p>