TMC inner clash: পথশ্রী প্রকল্পের জমি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা তৈরি এবং মেরামতের জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকা জুড়ে চলছে নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের কাজ। সেই পথশ্রী রাস্তার কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ির গোয়েন্দাপাড়া। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। কারও পা ভেঙেছে, কারও হাত, আবার কারও দাঁত ভেঙেছে। আহত হয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি আলতাফ হোসেনও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের জমি নিয়ে সমস্যা হয়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর সমর্থকদের সঙ্গে অঞ্চল সভাপতির সমর্থকদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে। আহতদের প্রথমে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৪ জনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রকল্পে ২২টি জেলায় মোট ৮,৭৬৭টি রাস্তা নির্মাণ এবং মেরামতের কাজ হবে। যার মধ্যে ৭,২১৯টি নতুন রাস্তা তৈরি এবং ১,৫৪৮টি রাস্তা মেরামত করা হবে। রাজ্য সরকার চাইছে এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি কাজ রাজ্যের সর্বস্তরের মানুষকে জানাতে। তাই এই প্রকল্পের প্রচারের জন্য নির্দেশ দিয়েছে নবান্ন। সেই নির্দেশে বলা হয়েছে, সোশ্যাল মাধ্যমেও প্রচার করতে হবে। রাস্তার ছবি তুলে সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি থেকে পোস্ট করতে হবে। সেই রাস্তা কতটা লম্বা ও কতটা চওড়া তাও জানাতে হবে। রাস্তার নির্মাণে কত টাকা খরচ হয়েছে, সে বিষয়টিও জানাতে বলা হয়েছে। এই রাস্তা কোন এলাকা থেকে কোন এলাকার সঙ্গে যুক্ত, তা সমাজমাধ্যমে জানাতে বলা হয়েছে। পাশাপাশি, সেই রাস্তার কারণে কত মানুষ উপকৃত হয়েছেন, তাও তুলে ধরতে বলা হয়েছে। এদিকে, দিক কয়েক আগেই রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করতে গিয়ে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর এলাকায় দলের কর্মীদেরই একাংশের বিক্ষোভের মুখে পড়েন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কোনও মতে রাস্তা উদ্বোধন করেই তিনি ফিরে যান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup