RG Kar Hospital: ট্রমা কেয়ার সেন্টারের বারান্দায় মদ্য ও ধূমপান, কাঠগড়ায় RG Kar-এর ২ ইন্টার্ন

সরকারি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বারান্দায় ধূমপান এবং মদ্যপানের অভিযোগ উঠল দুই ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আরজিকর মেডিক্যাল কলেজে দুই ইন্টার্নের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হাসপাতালের মধ্যেই কীভাবে চিকিৎসকরা মদ্যপান এবং ধূমপান করতে পারেন, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। চিকিৎসকদের এমন কর্মকাণ্ড দেখে বিস্মিত রোগী এবং রোগী পরিবার। অভিযোগ প্রমাণিত হলে সে ক্ষেত্রে হাসপাতালের তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। হাসপাতালের ভিডিয়ো ফুটেছে দেখা গিয়েছে রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ট্রমা কেয়ার সেন্টারের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপান এবং ধূমপান করছে ওই দুজন ইন্টার্ন। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীও ছিলেন। কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই ঘটনার পরে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন। আগামী ২৬ এপ্রিল বৈঠক রয়েছ সেই বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা উপযুক্ত শাস্তি পাবেন।

প্রসঙ্গত, বিভিন্ন হাসপাতালে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। আগুন লাগা রুখতে হাসপাতালের ক্যাম্পাসে সর্বক্ষণ দমকলের গাড়ি রাখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাছাড়া আগুন লাগার ঘটনা রুখতে বিভিন্ন সরকারি হাসপাতালে মোবাইলের চার্জিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে দাঁড়িয়ে ধূমপান করলে সেক্ষেত্রে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে ধূমপান করলে সেক্ষেত্রে যদি আগুন লাগে তাহলে তার দায় কে নেবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

সাধারণত ট্রমা কেয়ার সেন্টারে অনেক অক্সিজেন সরবরাহের পাইপলাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক লাইন থাকে। সেক্ষেত্রে সেখানে ধূমপান করলে আগুন লাগার আশঙ্কা থেকে যায়। এর ফলে সেখানে আগুন লাগলে প্রাণ হারাতে পারেন বহু অপরাধ অসহায় রোগী। তাই এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছে চিকিৎসক মহলের একাংশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup