Death in police lock up: নরেন্দ্রপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ক্লোজ অভিযুক্ত এএসআই

নরেন্দ্রপুর থানায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এএসআইকে ক্লোজ করল বারুইপুর জেলা পুলিশ। হেফাজতে থাকার সময় মৃত্যু হয়েছিল সুরজিৎ সর্দার নামে এক যুবকের। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে পরিবার। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। সেই ঘটনায় নরেন্দ্রপুর থানা এবং এএসআই অর্ণব চক্রবর্তীর বিরুদ্ধে সুরজিৎকে মারধরের অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। ঘটনার পর অবশেষে এএসআইকে ক্লোজ করল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, সুরজিতের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলার রুজু করে পুলিশ। এরপর গত ১৩ এপ্রিল তাঁকে বাড়ির সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায়। ২০ এপ্রিল পুলিশ হেফাজতে অসুস্থ বোধ করেন সুরজিৎ ওরফে সাহেব। প্রথমে তাঁকে সোনারপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে পরিবার। এদিকে, সুরজিতের মৃত্যুর ঘটনায় তৈরি হয় রাজনৈতিক চাপানোতর। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে শাসক দল বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছে। সেই কারণে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এই অভিযোগে ঘটনার তদন্তের দাবি তুলে বারুইপুর জেলার ডেপুটি সুপারের কাছে অভিযোগ জানায় কংগ্রেস। পরিবারের অভিযোগ, ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সুরজিতের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে মারধরের পাশাপাশি ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে যুবকের মৃত্যু এবং ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত করা হবে।

উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মাসে দমদম জেলে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক যুবকের। এছাড়া, গত বছরের ৫ অগাস্ট এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নাম করে ওই যুবককে তুলে নিয়ে যায় পুলিশ। তারপর তাঁকে পিটিয়ে আধমরা করে রাস্তায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup