IPL 2023: Virat Kohli Creates World Record In RCB Vs KKR Despite Team’s Defeat


বেঙ্গালুরু: বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২১ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন ‘রেকর্ড ম্যান’ কোহলি। বিরাট কোহলি (Virat Kohli) নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।

৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক।  ।

আরও পড়ুন: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?