Man in Bathtub of Dollars: ডলার ভর্তি বাথটবে বসে ছবি তোলার পর শ্রীঘরে যুবক, অভিযোগ বিটকয়েন চুরির

সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’ এর একটি দৃশ্য ছিল যেখানে টাকার পাহাড়ে উত্তম কুমারকে হাঁটতে দেখা যায়। এছাড়াও ডিজনির জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ডাক টেলস’-এ আঙ্কেল স্ক্রুজকে দেখা যায় টাকার গোছার মধ্যে দিয়ে সাঁতার কাটতে। আর এই খবরের কেন্দ্রীয় চরিত্র গ্যারি হারমন, বসেছিলেন টাকার বাথটবে। থুরি! ডলারের বাথটবে! আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়ে দেন। এরপর আর রক্ষা করে কে! শেষে পুলিশ এসে হাতে হাতকড়া পড়িয়ে শ্রীঘরে নিয়ে যায়। তবে শুধু ছবি তোলার জন্য নয়, গ্যারির বিরুদ্ধে রয়েছে বড়সড় অভিযোগ।

বাজেয়াপ্ত এক কম্পিউটার ডিভাইস থেকে ৭১৩ টি বিটকয়েন চুরি করে নিয়েছেন গ্যারি, বলে অভিযোগ। উল্লেখ্য, দ্য ইন্টারন্যাশনাল রেভেনিউ সার্ভিসেস থেকে বিটকয়েন হাওয়া হতেই ধরপাকড়, খোঁজ খবর শুরু হয়। তখনই দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে একটি ছবি। সেই ছবি গ্যারি হারমনের। ৩১ বছর বয়সী গ্যারি ৭১৩ টি বিটকয়েন চুরি করে, এক নাইটক্লাবে টাকার বাথটবে বসেছিলেন। এরপরই মার্কিন ‘জাস্টিস ডিপার্টমেন্ট’এর কবলে পড়ে যায় গ্যারি। চুরির দায়ে অভিযুক্ত গ্যারি জানিয়েছে, তার কাছে থাকা ক্রিপ্টোকারেন্সি ও সম্পত্তি মিলিয়ে ২০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ক্ষেত্রে তাঁর সম্মতি রয়েছে। 

( পাঠান আমলের সৌধ ভেঙে আবাসন নির্মাণের নির্দেশ দেওয়ার অভিযোগ! কাঠগড়ায় IAS অফিসার)

 জানা গিয়েছে, গ্যারি তার ভাইয়ের লগ-ইনের তথ্য থেকে আটটি বিট কয়েন অ্যাকাউন্ট খুলেছেন। ২০২০ সালে এই বিটকয়েনের ওয়ালেট তিনি তৈরি করেন। যে ৭১৩ টি বিট কয়েন গ্যারি চুরি করেছে তার মোট অঙ্ক ৪.৯ মিলিয়ন মার্কিন ডলার। গ্যারির সাজার মেয়াদ ৪ বছর। এর আগে গ্যারির দাদা ল্যারিও এই ক্রিপ্টোকারেন্সি কাণ্ডে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়। আপাতত গ্যারির বিচার চলছে কোর্টে। তার আইনজীবী তার সাজার মেয়াদ কমিয়ে তাকে ৩ বছর করার কথা বলেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup