IPL 2023 Exclusive: Jayanta Bhowmick Coach Of Wriddhiman Saha Watches Student Play Against KKR


সন্দীপ সরকার, কলকাতা: ছাত্র খেলছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। আর তিনি শৈশবের গুরু হয়ে শিলিগুড়িতে বসে থাকবেন, তা আবার হয় নাকি!

অগত্যা ছাত্রের খেলা দেখতে ইডেন গার্ডেন্সে হাজির হয়ে গেলেন জয়ন্ত ভৌমিক (Jayanta Bhowmick)। সঙ্গে শিলিগুড়ির কয়েকজন বন্ধু। ক্লাব হাউসের আপার টিয়ারে বসে নীরবে খেলা দেখে গেলেন জয়ন্ত।

পরিচয় করিয়ে দেওয়া যাক। জয়ন্ত হলেন ঋদ্ধিমান সাহার শৈশবের কোচ। গোটা ময়দান যাঁকে চেনে ভাইদা নামে। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচ চলাকালীন তাঁকে দেখা গেল ক্লাব হাউসের আপার টিয়ারে। এবিপি লাইভকে জয়ন্ত বললেন, ‘এই ম্যাচটা দেখতে আসার পরিকল্পনা ছিল না। আচমকাই ঠিক করি আসব। কয়েকজন বন্ধুও আসবে বলে জানায়। শুক্রবার রাতে কলকাতায় এসেছি। পাপালি (ঋদ্ধির ডাকনাম)-কেও কিছু জানাইনি। আজ থাকব। কাল শিলিগুড়ি ফিরে যাব।’

কারা জিতবে বলে মনে হচ্ছে? ইডেনে তখন কেকেআরের ব্যাটিং চলছে। জয়ন্ত বলছেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে ভবিষ্যদ্বাণী করা চলে না। উইকেট খুব ভাল। বল পড়ে দারুণভাবে ব্যাটে আসছে। বড় রান উঠবে মনে হচ্ছে।’ আর ছাত্রের কাছে কী প্রত্যাশা? ময়দানের ভাইদা বলছেন, ‘পাপালি ভাল খেলছে। গুজরাত ইনিংসের শুরুটা ওর জন্যই ভাল হচ্ছে। চালিয়ে খেলছে। ওর আর শুভমনের

ুটিটা দাঁড়িয়ে গিয়েছে।’

আরও পড়ুন: গুণের ‘খনি’, কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

অজিঙ্ক রাহানে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। আইপিএলেও নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে ফিরেছেন। পাপালির কথাও কি আবার ভাবা উচিত নয়? বিতর্কে ঢুকতে চাইলেন না জয়ন্ত। বললেন, ‘পাপালি শুধু খেলায় মনোনিবেশ করছে। বাকি কিছু ওর হাতে নেই।’

ঋদ্ধিমানের পর টেস্ট দল ছেঁটে ফেলা হয় অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকেও। পূজারা অবশ্য কাউন্টিতে রান করে দলে প্রত্যাবর্তন ঘটান। আইপিএলে দুরন্ত ছন্দে থাকা অজিঙ্ক রাহানেও টেস্ট দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ফেরানো হয়েছে রাহানেকে।

রাহানের প্রত্যাবর্তনের পর কি আপনিও মনে করেন ভাল খেললে জাতীয় দলে ফেরা সম্ভব? কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে ঋদ্ধিমান আপাতত কলকাতায়। নিজের শহরে। শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। তার আগের দিন ঋদ্ধিমান বলেছেন, ‘রাহানের জন্য আমি খুশি। ও জাতীয় দলে ফিরেছে বলে ভাল লাগছে। তবে আমি শুধু আইপিএল নিয়েই ভাবছি। গুজরাত টাইটান্সের হয়ে ভাল খেলাতেই মনোনিবেশ করছি।’

আরও পড়ুন: বিরাট ধাক্কা! চোটের জন্য খেলছেন না কেকেআরের সেরা ব্যাটার, ফিরলেন শার্দুল