IPL 2023 Run Fest In Lucknow Super Giants And Punjab Kings Match Batsman Dominated T20 Format Question Rises Again


আইপিএল (IPL 2023) মানেই চার-ছক্কার বন্যা। গুচ্ছ গুচ্ছ রানের ফুলঝুরি। মাত্র ১২০ বলে ইনিংস (Innings) । কিন্তু সেখানেও আড়াইশোর বেশি রান বোর্ডে তুলে দিচ্ছেন ব্য়াটাররা। সত্যি, এমনটাও সম্ভব? একটা সময় ছিল, যখন পঞ্চাশ ওভারের ক্রিকেটেও আড়াইশো রান বোর্ডে তুলে ফেলা মানে বিশাল লক্ষ্যমাত্রা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দলের সামনে। কিন্তু এখন সময় বদলেছে। টেস্ট-ওয়ানডের পর গুটি গুটি পায়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটের জনপ্রিয়তাও বেড়েছে। আর সেখানেই বোর্ডে উঠছে ভুরি ভুরি রান।