IPL 2023: SRH Won The Match By Xx Runs Against DC In Match 40 At Arun Jaitley Stadium


নয়াদিল্লি : ফিলিপ সল্ট ও মিচেল মার্শের দুরন্ত ব্যাটিং দাপটের পরও শেষল্যাপ টপকাতে পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টি নটরাজন, ভুবনেশ্বর কুমারদের দাপটে ৯ রানে ম্যাচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ (Sunriser Hydrabad)। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ( ৬৭) ও হেনরিখ ক্লাসেনের (৫৩) জোড়া অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারের শেষে ৬ উইকেটে ১৯৭ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে দারুণভাবে মাঝপথে এগোতে থাকলেও শেষপর্যন্ত ৬ উইকেটে ১৮৮ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। বিফলে যায় ফিলিপ সল্ট (৫৯) ও মিচেল মার্শের দুরন্ত (৬৩) জোড়া অর্ধশতরান ও ১১২ রানের পার্টনারশিপ। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার (০)। এবারের আইপিএলে আট নম্বর ম্যাচে এটি দিল্লির ষষ্ট হার। অপরদিকে, ৮ ম্যাচে তৃতীয় জয় হায়দরাবাদের।

প্রথমে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল (৫), রাহুল ত্রিপাঠী (১০), অধিনায়ক আইডেন মার্করাম (১০) থেকে হ্যারি ব্রুক (০) ব্যর্থ হলেও ওপেন করতে নেমে হায়দরাবাদকে দারুণ শুরু পাইয়ে দিয়েছিলেন অভিষেক শর্মা। ১২ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৭ রানের ইনিংসের পর অভিষেক ফিরে গেলে হায়দরাবাদের ব্যাটিংয়ের হাল ধরেন হেনরিক ক্লাসেন। ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস খেলেন ক্লাসেন। আবদুল সামাদ (২৮) ও  আকেল হোসেনের (১১) সুবাদে ১৯৭ রানের লড়াকু স্কোর খাড়া করে হায়দরাবাদ। 

আরও পড়ুন- ‘করব, লড়ব, জিতব রে’-র শহরে ‘আভা দে’-র জয়োধ্বনি, ৭ উইকেটে পরাস্ত কেকেআর

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়ার্নার ফিরে গেলেও সল্টের সঙ্গে দারুণভাবে দিল্লি ইনিংস টানতে শুরু করেন মিচেল মার্শ। বল হাতে ৪ উইকেট তুলে নেওয়ার পর ব্যাটহাতেও দারুণ দাপট দেখান মিচেল মার্শ। অস্ট্রেলিয় অলরাউন্ডার ৩৯ বলে ১ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। দিল্লির ওপেনার ফিলিপ সল্টও ৩৫ বলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তবে প্রথমে সল্ট ও তার কিছুটা পরই মার্শ ফিরে যাওয়ার পর বড় ধাক্কা খায় দিল্লির রান তাড়া করা। আর কোনও ব্যাটারই সেভাবে রানের গতির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাতে পারেননি। শেষপর্বে অক্ষর প্যাটেল (অপরাজিত ২৯) চেষ্টা চালালেও ১৮৮ রান

ই থামে দিল্লির ইনিংস। 

আরও পড়ুন: গুণের ‘খনি’, কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে