IPL 2023: Mohammed Siraj Still Leading The Race, Mohammed Shami Enters Top Five


কলকাতা: এ মরসুমে আইপিএলের (IPL 2023) অর্ধেকের বেশি ম্যাচ ইতিমধ্যেই আয়োজিত হয়ে গিয়েছে। এখনও সর্বাধিক ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)।

প্রথম পাঁচে শামি

শামি কেকেআরের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। এ মরসুমে আটটি ম্যাচে মোট ১৩টি উইকেট নিয়ে ফেলেছেন শামি। নাইটদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে তিনি কেকেআরেরই তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে প্রথম পাঁচ থেকে ছিটকে দিলেন। বরুণও সমসংখ্যক উইকেটই নিয়েছেন, কিন্তু শামির ইকোনমি (৭.৬১) বরুণের (৮.৩৪) থেকে কম হওয়ায় তিনি পার্পল ক্যাপ তালিকায় এগিয়ে রয়েছেন। তুষার দেশপাণ্ডে শামির থেকে একটি বেশি, ১৪টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

এমনকী পার্পল ক্যাপ তালিকার প্রথম চারজনের দখলেই ১৪টি উইকেট রয়েছে। তাঁদের কেবল ইকোনমিরই পার্থক্য রয়েছে। এক নম্বরে থাকা সিরাজের ইকোনমি ৭.৩১, রশিদ খানের ইকোনমি ৮.৭৫, অর্শদীপের ইকোনমি ৮.৮৯, তুষার ইকোনমি ১০.৯০। প্রসঙ্গত, বরুণ বাদে আর কোনও কেকে

আর তারকা প্রথম দশেও নেই।

অরেঞ্জ ক্যাপ শীর্ষে ফাফ

প্রাক্তন সতীর্থদের ঘেরাটোপে সতর্ক শুরু। তারপর কার্যত পদে পদে পাল্টা প্রত্যাঘাত। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে পছন্দের ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফের একবার দুরন্ত ব্যাটিং শুভমান গিলের (Subhman Gill)। ৩৫ বলে ৪৯ রানের জমাট ইনিংস খেলেন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার। তবে কেকেআরের বিরুদ্ধে মাত্র এক রানের জন্য শুধু অর্ধশতরানই ফসকালেন না শুভমান, সঙ্গে আপাতত হারালেন বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে কমলা টুপির দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগও।

কলকাতা ম্যাচের শেষে এই মুহূর্তে শুভমানের এবারের আইপিএলে (IPL 2023) সংগ্রহ দাঁড়াল ৩৩৩ রান। ৮ ম্যাচের শেষে একেবারে সমসংখ্যক রান বিরাট কোহলিরও। যদিও এবারের অভিযানের কোনও ম্যাচে ব্যক্তিগত স্কোর ও ইনিংস অ্যাভারেজে এগিয়ে থেকে কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বর স্থানটা ধরে রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার। এবারের আইপিএলে ৫ টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৪২.৩০। কালকালীয়ভাবে শুধু রানই নয়, শুভমানের স্ট্রাইক রেটও কোহলির সঙ্গে একেবারে এক। যদিও এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৩ টি হাফ সেঞ্চুরি করেছেন শুভমন।

যদিও অরেঞ্জ ক্যাপ দখলের যে লড়াইয়ে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন বিরাটের আরসিবি সতীর্থ ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডু প্লেসি। আইপিএলে ৮ ম্যাচে ৪২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬০.২৯! রয়েছে ৫ টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই।

আরও পড়ুন: ইডেনে কলকাতা বধ করে পয়েন্ট তালিকার মগডালে গুজরাত, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল ?