Kolkata Airport: বিমানবন্দর থেকে মিলছে না অ্যাপ ক্যাব, অন্য শহর থেকে আসা যাত্রীদের সমস্যা

কলকাতা বিমানবন্দর থেকে মিলছে না অ্যাপ ক্যাব। এর ফলে চরম সমস্যায় পড়েছেন অন্য শহর থেকে এই শহরে উড়ে আসা যাত্রীরা। অ্যাপ ক্যাব না থাকায় বিমানবন্দরের বাইরে থাকা গাড়িগুলি নিজেদের ইচ্ছেমতো ভাড়া হাঁকাচ্ছে। ফলে রীতিমতো হয়রানির মুখে পড়েছেন তারা। সাধারণত বিমানবন্দরে আসা যাত্রীদের একটা বড় অংশ অ্যাপ ক্যাবের উপর নির্ভরশীল। তারা এই শহরে এসে গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য অ্যাপ ক্যাবের উপরে নির্ভর করে থাকেন। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে সমস্যায় পড়ছেন যাত্রীরা।

বিমানবন্দ সূত্রের খবর, মূলত পার্কিং নিয়ে সমস্যার কারণে সেখান থেকে অ্যাপ ক্যাব পেতে গিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভি জানিয়েছেন, ‘এই মুহূর্তে ওলা, উবেবের সঙ্গে বিমানবন্দরের চুক্তি নেই। দ্রুত এই চুক্তি করা হবে ক্যাব সংস্থাগুলির সঙ্গে।’ চুক্তি না থাকার কারণে সেখানে পার্কিং নিয়ে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরের সামনে অ্যাপ ক্যাব ঘুরে বেড়ালেও মোবাইলে বুক করা যাচ্ছে না। প্রিপেড গাড়িও পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে সাদা গাড়িতে করে গন্তব্যস্থলে যেতে হচ্ছে যাত্রীদের। আর এর জন্য কয়েকগুণ বেশি টাকা গুনতে হচ্ছে তাদের। কেষ্টপুরে যেতে গুনতে হচ্ছে হাজার টাকারও বেশি। আবার সল্টলেকে পৌঁছনোর জন্য নেওয়া হচ্ছে ১২০০ টাকা ভাড়া। বেঙ্গালুরু থেকে বিমানে করে কলকাতায় আসা এক যাত্রীর কথায়, তিনি অনেক চেষ্টা করেও বিমানবন্দর থেকে অ্যাপ ক্যাব পাননি। ফলে সাদা গাড়িতে করে তিনি সল্টলেকে পৌঁছন। এর জন্য তাকে ১২০০ টাকা ভাড়া দিতে হয়েছে। আরও এক যাত্রীর অভিযোগ, তিনি বিমানবন্দর থেকে বাইপাসের একটি হোটেলে যেতে চেয়েছিলেন। এর জন্য বেশ কয়েকবার অ্যাপ ক্যাব বুক করার চেষ্টা করেছেন। কিন্তু, ক্যাব না পাওয়ায় সাদা গাড়িতে যাওয়ার জন্য ভাড়া জিজ্ঞেস করলে কয়েক গুণ বেশি ভাড়া বলেন চালক। শেষে তিনি অন্য গাড়িতে করে বাইপাসের হোটেলে যান। তাও আবার তাঁকে দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে।

অন্য এক যাত্রী নিয়মিত কলকাতা বিমানবন্দরে যাতায়াত করেন। তিনিও একই অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার অ্যাপ ক্যাব বুক করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। শেষে তিনি বাড়ির গাড়ি ডেকে নেন। তাঁর অভিযোগ, সাদা গাড়ির দালালরা বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছেন। তারা ইচ্ছামতো ভাড়া চাইছেন। তাদের কারণে অ্যাপ ক্যাব বন্ধ হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup