Mamata-Abhishek: ‌মমতা–অভিষেককে আবার কি এক জেলায় দেখা যাবে?‌ মালদা সফরে সম্ভাবনা প্রবল

উত্তরবঙ্গের জেলা থেকে শুরু হয়েছে তৃণমূলে নব জোয়ার। সেখানে একের পর এক জনসভা করে বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে সংগঠন শক্তিশালী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ একমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিজেপি একটু শক্তিশালী রয়েছে। এরপর অভিষেকের সভা রয়েছে মালদায়। সেখানে আবার জেলা সফরে আসার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব ঠিক থাকলে একই জেলায় দু’‌জনকে পেয়ে যাবেন সাধারণ মানুষজন।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের পর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হয়ে মালদায় যাবেন তৃণমূলে নব জোয়ার কর্মসূচি পালন করতে। তখনই মালদা সফরের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদি এই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একই সময়ে একই জেলা মালদায় থাকতে পারেন। সরকারি পরিষেবা প্রদান এবং প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর মালদায় বলে সূত্রের খবর। অন্যদিকে রতুয়া, কালিয়াচকে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি রয়েছে অভিষেকের। তাই দুই শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব একই দলের উপস্থিত থাকলে মালদা সরগরম হয়ে উঠবে।

ঠিক কী জানা যাচ্ছে?‌ আজ, রবিবার ৩০ এপ্রিল উত্তর দিনাজপুরের নানা জায়গায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবারও এই জেলাতেই সফর করবেন অভিষেক। তারপর দক্ষিণ দিনাজপুর সফরে যাবেন ২ মে। সেখান থেকে দু’‌দিন পর মালদায় আসার সম্ভাবনা রয়েছে ডায়মন্ডহারবারের সাংসদের। আবার তখনই মালদা জেলা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কিছু কাজ সরেজমিনে দেখতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মালদায় এলে পৃথক কর্মসূচি পালন করবেন তিনি। তাই তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে যোগ দেবেন না তিনি।

কেন মালদাকে বেছে নেওয়া হল?‌ মালদা বরাবর কংগ্রেসের ঘাঁটি। তবুও সেখান থেকে মৌসম বেনজির নূর তৃণমূলের সঙ্গেই রয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এই জেলায় ফল ভাল হোক চায় শাসকদল। কারণ সাগরদিঘির উপনির্বাচনে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এই একই ফর্মূলায় মালদা জেলায় বাম–কংগ্রেস জোট বেঁধে পঞ্চায়েত দখল করতে চায়। সেই তৎপরতা এখন বেড়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ দুই নেতৃত্বের জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup