সিঁথিতে পার্টি অফিস উদ্ধারে গিয়ে তৃণমূলি হামলার মুখে CPIM কর্মী সমর্থকরা

মে দিবসে কলকাতা লাগোয়া সিঁথিতে দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধারে গিয়ে তৃণমূলের বাহিনীর আক্রমণের মুখে পড়লেন সিপিএম কর্মীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিঁথির সেভেন ট্যাঙ্ক এলাকায়। তৃণমূলের মারে হাতে গুরুতর চোট পেয়েছেন সত্তরোর্ধ সিপিএম সমর্থক দুলাল বন্দ্যোপাধ্যায়। তৃণমূলি হামলার প্রতিবাদে সোমবার বিকেলে মিছিল করে সিপিএম।

সেভেন ট্যাঙ্ক এলাকায় সিপিএমের ওই পার্টি অফিসটি ২০১৬ সালে দখল করে নেয় তৃণমূল। সোমবার সিপিএম কর্মীরা অফিসটি পুনরুদ্ধার করতে যান। নেতৃত্বে ছিলেন সিপিএম নেত্রী কনীনিকা বসু ঘোষ। অভিযোগ, তখন দলবল নিয়ে সিপিএম কর্মীদের ওপর আক্রমণ চালান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের মারে আহত হন দুলাল বন্দ্যোপাধ্যায়সহ একাধিক সিপিএম কর্মী।

প্রাথমিক চিকিৎসার পর দুলালবাবু বলেন, এখন আর হাতে হাত রেখে বসে থাকার সময় নেই। কিছু করার সময় এসেছে। আমরা আমাদের পার্টি অফিসের দখল নিতে গেছিলাম। তৃণমূলি লুম্পেন শান্তনু সেন আর তার দলবল আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। আক্রমণ হবে জানলে আমরাও প্রস্তুতি নিয়ে যেতাম। আজ হোক বা কাল, ওই পার্টি অফিস আমরা উদ্ধার করবই।

পালটা শান্তনুবাবু বলেন, সিপিএমের হার্মাদরা শান্ত এলাকাকে অশান্ত করতে গিয়েছিল। স্থানীয়রা প্রতিরোধ করেছেন।