IPL 2023 Purple Cap: Tushar Deshpande Tops The Chart, Arshdeep Singh, Mohammed Siraj Follows


কলকাতা: ওভার প্রতি খরচ করেছেন ১১ রানেরও বেশি। তবু এবারের আইপিএলে (IPL) চমক তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। মহেন্দ্র সিংহ ধোনির দলের তরুণ পেসার ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। তাঁর দখলেই পার্পল ক্যাপ।

টুর্নামেন্টের মাঝপর্বে এসে বোঝাই দায় যে, শেষ পর্যন্ত কার মাথায় উঠবে পার্পল ক্যাপ। পার্পল ক্যাপের দৌড়ে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে। প্রায় মাঝপথে আইপিএল (IPL 2023)। পয়েন্ট টেবিলে যেমন চলছে সাপ-লুডোর খেলা তেমনই জমে উঠছে উইকেট দখলের লড়াই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে

রয়েছে সবচেয়ে বেশি উইকেট?

সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে। বেগুনি টুপি দখলের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তিনি পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার ওভার প্রতি মাত্র ৭.৩১ রান খরচ করেছেন। ৮ ম্যাচে সমসংখ্যক উইকেট রয়েছে রশিদ খানেরও। তবে ইকনমি রেট বেশি হওয়ার তিনি সিরাজের চেয়ে এক ধাপ পিছিয়ে, চার নম্বরে রয়েছেন। এবারের আইপিএলে একমাত্র হ্যাটট্রিক করা বোলার রশিদের সামনে সুযোগ রয়েছে সিরাজকে পরের ম্যাচেই টপকে যাওয়ার। 

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আর অশ্বিন। রাজস্থান রয়্যালসের স্পিনারও রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে। পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী – আরও চার বোলারের ঝুলিতে ১৩টি করে উইকেট থাকলেও ইকনমি রেট বেশি হওয়ায় ছয়, সাত, আট ও ন’নম্বরে রয়েছেন তাঁরা। ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার দশ নম্বরে যুজবেন্দ্র চাহাল।

 

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক