Aurora at Ladakh: লাদাখের আকাশে চোখ ধাঁধাঁনো আলোর ঝলকানি! অরোরার নেপথ্যে কোন রহস্য

রাতের আকাশ। হঠাৎই ভরে উঠল রঙিন আভায়। ২২ ও ২৩ এপ্রিলের মধ্যরাতে ধরা দিল এই বিশেষ দৃশ্য। তাও যেখান সেখান থেকে নয়, লাদাখ থেকে দেখা গেল অপূর্ব সুন্দর দৃশ্য। গত ২২ এপ্রিল নাগাদ একটি ভূচৌম্বকীয় ঝড় আছড়ে পড়ে পৃথিবীতে। তাতেই তৈরি হয় ওই বিশেষ অরোরা বা রঙিন আলোর ঝলকানি। সেই দৃশ্যই ক্যামেরাবন্দী করে রেখেছিল ভারতীয় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। যা এবার প্রকাশ্যে এল। মাউন্ট সরস্বতীর উপর থেকে ক্যামেরায় বন্দী করা হয়েছিল সেই দৃশ্য। বিজ্ঞানীদের কথায়, এটি একরকম বিরল দৃশ্য বললে ভুল বলা হয় না।

আরও পড়ুন: চায়ের সঙ্গে এই খাবারগুলি খেলেই মারাত্মক ক্ষতি শরীরের

আরও পড়ুন: মাথা থেকে পা, জেনে নিন কোন কোন অঙ্গের কী উপকারে লাগে তরমুজ

বিশেষ দৃশ্যটি তোলার জন্য ৩৬০ ডিগ্রি কোণে বিশেষ ক্যামেরাও বসিয়েছিলেন বিজ্ঞানীরা। লাদাখ হানলের আকাশে যে আলোর ঝলকানি দেখা গিয়েছিল, তা সাধারণত উঁচু অক্ষাংশের আর্কটিক এলাকায় দেখা যায়। নরওয়ের আকাশে যেমন এই অরোরা দেখা যায়। এই নিয়ে টুইটারে বিস্তারিত লেখে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। তাদের তরফে টুইট করে জানানো হয়, একটি জোরালো ভূচৌম্বকীয় ঝড় পৃথিবীতে আছড়ে পড়ার কারণেই দেখা গিয়েছিল বিশেষ অরোরা বা আলোর খেলা। এই দিন লাদাখের আকাশে যে অরোরার দেখা মিলেছিল, তা এত নিচু অক্ষাংশে দেখা দেয় না। তাই এটা ভীষণভাবেই বিরল!

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক যোগীশ মিশ্র বলেন, অরোরার এই বিশেষ সৌন্দর্যের কারণ ওই সৌরঝড়। সময়ের হিসেবে এই বিরল দৃশ্য ২১ এপ্রিল ১১টা বেজে ৪২ মিনিটে ঘটে। ঠিক এই সময় সূর্যের থেকে পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল ভূচৌম্বকীয় ঝড়। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে করোনাল মাস ইজেকশন। সেকেন্ডে এই সিএমই-এর গতিবেগ ছিল ৫০০ থেকে ৬০০ কিমি। বিজ্ঞানীদের কথায় এম১ গোত্রের সৌরঝড় ছিল এটি। ভারতীয় মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয় অন্য একটি টুইটে। বিজ্ঞানীদের কথায়, এই দিন নিচু অক্ষাংশে অরোরার দেখা মিলেছিল বলে লাদাখের পাশাপাশি ইউরোপ ও চিন থেকেও দেখা যায় এই রঙিন আলোর খেলা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup