Civic Volunteer: বনধ মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার নামানোর অভিযোগ, DGP নালিশ জানালের শুভেন্দু

আদালতের নির্দেশ অমান্য করে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির ডাকা বনধ মোকাবিলায় নামানো হয়েছিল সিভিক ভলান্টিয়ারদের। বুধবার বিকেলে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অব্যাপারে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। তার পরও পদক্ষেপ করা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, এদিন আদালতের নির্দেশ অমান্য করেছেন পটাশপুরের ওসি। বনধ মোবিলায় সিভিক ভলান্টিয়ারদের নামিয়েছেন তিনি। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সিভিক ভলান্টিয়াররা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবেন না। তার পরও পটাশপুরের ওসি রাজু কুন্ডু ও কয়েকজন সিভিক ভলান্টিয়ার আমাদের এক নেতাকে এমনভাবে মেরেছেন মানুষ পশুকেও ওভাবে মারে না।`

বনধ মোকাবিলায় লাঠি হাতে সিভিক ভলান্টিয়ার বাহিনী।

তিনি বলেন, ওই সিভিক ভলান্টিয়ারদের আমরা চিহ্নিত করেছি। আমি কিছুক্ষণের মধ্যে টুইট করে রাজ্য পুলিশের ডিজিকে বিষয়টি জানাব। তার পরও কাজ না হলে আদালত অবমাননার মামলা দায়ের করব।

বলে রাখি, দলীয় কর্মী খুনের প্রতিবাগে বিজেপির ডাকা ১২ ঘণ্টার ময়না বনধে বুধবার একাধিক জায়গায় বনধ সমর্থনকারীদের ওপর লাঠি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অনেককে। বনধ মোকাবিলায় বিভিন্ন জায়গায় ময়দানে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের।