IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে শামিই, এগলেন অর্শদীপ, পীযূষ, তালিকায় আর কারা রয়েছেন?

<p><strong>কলকাতা: </strong>মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরান মহম্মদ শামি। নিজের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a> কেরিয়ার সেরা চারটি উইকেট নেন শামি। এই চার উইকেটের সুবাদেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন শামি। বুধবারের দুই ম্যাচের পরেও শীর্ষে শামি নিজের দখল অব্যাহত রাখলেন।</p>
<p>নয় ম্যাচে ১৪.৫২ গড়ে মোট ১৭টি উইকেট নিয়ে মহম্মদ শামি পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। তাঁর ইকোনমি ৭.০৫। তুষার দেশপাণ্ডেও সমসংখ্যক নিয়েছেন। তবে তাঁর ইকোনমি বেশি হওয়ায় তিনি পার্পল ক্যাপের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। বুধবারের দুই ম্যাচের পর পার্পল ক্যাপ তালিকার প্রথম দুইয়ে কোনও পরিবর্তন না হলেও, তৃতীয় ও চতুর্থ স্থানে বদল ঘটেছে। প্রথম পাঁচে তিন নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিংহ। চার নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন পীযূষ চাওলা।</p>
<p>পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেট শিখর ধবনকে ৩০ ও ম্যাট শর্টকে ২৭ রানে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাবকে একসময় চাপেই ফেলে দিয়েছিলেন পীযূষ চাওলা। যদিও তা সত্ত্বেও পাঞ্জাব লিয়াম লিভিংস্টোন ও জীতেশ শর্মার শতরানের পার্টনারশিপে ভর করে দু’শোর অধিক রান তোলে। তাও নিজের বোলিংয়ে প্রভাবিত করেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। নিজের নির্ধারিত চার ওভার ২৯ রান খরচ করে দুই উইকেট নেন পীযূষ। তাঁর দখলে আপাতত ৯ ম্যাচে ১৫ উইকেট রয়েছে। সিরাজও সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক উইকেট রয়েছে। তবে পীযূষকে ইকোনমি ৭.২৮, সিরাজের ৭.৩৭ থেকে ভাল হওয়ায় তিনি চারে ও সিরাজ পাঁচে রয়েছেন।</p>
<p>অপরদিকে, মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে দুইবার উইকেট ভেঙে দিয়ে পাঞ্জাবকে জিতিয়েছিলেন অর্শদীপ সিংহ। বুধবারের ম্যাচে পাঞ্জাবকে জেতাতে না পারলেও, এক উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার তৃতীয় নম্বরে উঠে এলেন তিনি। অর্শদীপ আপাতত ১০ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২২.৫৬ ও ইকোনমি ৯.৮০।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস" href="https://bengali.abplive.com/lifestyle/hair-care-tips-summer-hair-care-and-scalp-care-tips-975074" target="_self">গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস</a></strong></p>