West Bengal Has Highest Number Of Dengue Malaria Affected Report Creates Concern


সন্দীপ সরকার, কলকাতা : পশ্চিমবঙ্গের ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য সামনে এল। আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)।

রিপোর্টে প্রকাশ, ২০২২ এ পশ্চিমবঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া মিলিয়ে ১ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন। যা আগের বছরের তুলনায় আক্রান্তর সংখ্যা ৮ গুণেরও বেশি। পাশাপাশি সরকারি মতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। মোট ম্যালেরিয়া আক্রান্তের নিরিখেও দেশের মধ্যে পয়লা নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত বছর মোট ম্যালেরিয়া (Malaria) আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৬৩ জন।

রাজ্যের পাঠানো পরিসংখ্যানের ভিত্তিতে তা রিপোর্ট আকারে পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)। ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের তথ্য কেন্দ্রকে না দেওয়া নিয়ে গত বছর বিস্তর বিতর্ক হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল গত বছর। যা নিয়ে হয়েছিল বিস্তর রাজনৈতিক জলঘোলাও। গত বছর সেই আঁচ গিয়ে পড়েছিল বিধানসভাতেও। বিধানসভার অধিবেশনের মাঝেংই একদিন প্রথমার্ধ্বে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ । 

প্রসঙ্গত, রিপোর্টে প্রকাশ ২০২২ সালে যেখানে যেখানে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তে সংখ্যা ছিল ৬৭ হাজারের বেশি, সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ছিল ১৯

হাজারের কাছাকাছি।      

আরও পড়ুন- গভীর নিম্নচাপ বদলাবে ঘূর্ণাবর্তে, বঙ্গে কি প্রভাব পড়বে মোকার ?

এদিকে, বর্ষাকালের প্রাক্কালে ডেঙ্গি নিয়ে সতর্কতা, সচেতনতা প্রচারে নেমেছে কলকাতা পুরসভা। গতমাসের শেষ থেকেই শুরু হয়েছে প্রচার। প্রথমে কেন্দ্রীয়ভাবে পুরসভার তরফে পদযাত্রা হয়। নিজের ওয়ার্ডে প্রচারে নেমেছিলেন খোদ ময়র ফিরহাদ হাকিম। মেয়র জানিয়েছেন, ডেঙ্গি-প্রতিরোধে বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চলছে। বিভিন্ন থানায় বাজেয়াপ্ত গাড়িগুলিকে ক্রাশ সাইটে নিয়ে গিয়ে নষ্ট করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police)। এছাড়া, বন্ধ কল-কারখানা ও কেন্দ্রীয় সরকারি অফিস চত্বর সাফ-সুতরো রাখতে শিল্প দফতরকে বলা হবে বলে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন।                              

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator