‘বিজেপির পিছনে কাঠি করলে হয় ভগবান না হয় CBI…!’ ফের বেলাগাম দিলীপ ঘোষ

বেলাগাম মন্তব্যের জন্য এমনিতেই চর্চায় থাকেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিশেষ করে প্রতাঃভ্রমণের সময় বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য রুটিন চর্চার খোরাক দেয়। শনিবার সকালে তিনি অবশ্য প্রাতঃভ্রমণে যেতে পারেননি। কারণ তিনি সকালে ছিলেন বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে। তবে সেখানে তাঁর মন্তব্য যথারীতি রাজনৈতিকমহলে বিতর্কের খোরাক দিয়েছে।

মাচানতলায় সভামঞ্চ থেকে তিনি বিরোধী জোটকে কটাক্ষ করে বলেন,’বিজেপির পিছনে লাগলে, আজ হোক বা কাল, হয় ভগবান, না-হলে সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোনও রাস্তা নেই।’ প্রসঙ্গক্রমে তিন মুয়াম সিং, উদ্ধব ঠাকরে ও নীতীশ কুমারের উল্লেখও করেন। দিলীপ ঘোষ বলেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কাঠি করে উদ্ধব ঠাকরে হতে হবে, নীতিশ কুমার হতে হবে, মুলায়ম সিং যাদব হবে। এ বার শেষে মমতা হবে।’

শুক্রবারই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ১৭ বা ১৮ এপ্রিল পাটনায় একটি বৈঠকও হতে পারে বিরোধীদের। যার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। সেই বৈঠক প্রসঙ্গেও বিরোধী জোটকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কিছু করার দরকার নেই। সবার তিহাড়ে থাকার ব্যবস্থা হবে। ওখানে ভালো ব্যবস্থা আছে। সবাই বৈঠক করতে পারবেন।’

(পড়তে পডুন। ময়নায় BJP নেতা খুনে গ্রেফতার আরও ২, আদালতের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, দাবি পরিবার) 

বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রক্ষিতে তৃণমূল বলছে, দিলীপ ঘোষের মন্তব্য আবারও প্রমাণ করে দিল, কেন্দ্রীয় এজেন্সিগুলি আসলে বিজেপির অঙ্গুলি হেলনে চলে। গত ২ বছরে রাজ্যে ২৬টি সিবিআই মামলা হয়েছে। তৃমমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘উনি কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সহ-সভাপতি। উনি এভাবে প্রকাশ্যে বলছেন যে ভগবান নিয়ে যাবে অর্থাৎ মানুষ মরে যাবে। এর থেকে খারাপ আর কিছু হয় না। তবে শকুনের শাপে তো গরু মরে না। মানুষ এর জবাব দেবেন।’

(পড়তে পডুন। আমি যখন সিপিএম করতাম…!’ বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সরব তৃণমূল বিধায়ক)