GT vs LSG, IPL 2023 Live: টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন লখনউ অধিনায়ক ক্রুণাল

<p>আমদাবাদ: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (GT vs LSG) একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটিকে আবার দুই ভাইয়ের লড়াই হিসাবে দেখা হচ্ছে। ম্যাচে গুজরাতকে নেতৃত্ব দেবেন&nbsp;<a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>&nbsp;(Hardik Pandya), অপরদিকে হার্দিকের বন্ধু কেএল রাহুল চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে যাওয়ায় লখনউের নেতৃত্বাভার দেওয়া হয়েছে তাঁর দাদা ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya)। তাই আজ দুই ভাইয়ের মগজাস্ত্রের লড়াই দেখা যাবে।</p>
<p>আপাতত লিগ তালিকায় এক নম্বরেই রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত বারের চ্যাম্পিয়নদের দখলে আপাতত ১৪ পয়েন্ট রয়েছে। আজকের ম্যাচত জিতলেই হার্দিকদের প্লে-অফে পৌঁছনো কার্যত নিশ্চিত। অপরদিকে, লিগ তালিকায় তিনে থাকা লখনউ আজকের ম্যাচে জয় পেলে ফের একবার চেন্নাই সুপার কিংসকে সরিয়ে লিগ তালিকায় দুইয়ে পৌঁছে যাবে। প্লে-অফের দিকে তাঁরাও এক পা বাড়িয়ে রাখবে। তাই দুই পয়েন্টের জন্য লড়াইটা হাড্ডিহাড্ডি হবে।</p>
<p>লখনউ এ মরসুমের শুরুটা বেশ ভালই করেছিল। মরসুমের প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতেছিল লখনউ। তবে আচমকাই ছন্দপতন। গত চারটি ম্যাচের মধ্যে ক্রুণালরা মাত্র একটিতে জয় পেয়েছে। তাই ফর্মে ফিরতেও মরিয়া হবে লখনউ। বৃষ্টিতে সিএসকের বিরুদ্ধে লখনউয়ের গত ম্যাচ ভেস্তে যায় বটে, তবে তাঁরা কিন্তু প্রায় ২০ ওভার ব্যাট করে ব্যাট হাতে বড় রান তুলতে ব্যর্থ হয়েছিল। ১৯.২ ওভারে সাত উইকেটে মাত্র ১২৫ রান তুলেছিল তাঁরা। তাই লখনউ ব্যাটারদের দিকে এই ম্যাচে বাড়তি নজর থাকবে।</p>
<p>নজর থাকবে গুজরাতে বোলারদের দিকেও। গুজরাতের দুই তারকা বোলার মহম্মদ শামি ও রশিদ খান আপাতত পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দুরন্ত বোলিংয়ে ভর করে গত ম্যাচে রাজস্থানকে পর্যুদস্ত করেছিল গুজরাত। এই ম্যাচেও তেমনই বোলিং পারফরম্যান্সের আশা করবে গুজরাত ম্যানেজমেন্ট। অবশ্য এই ম্য়াচে জশুয়া লিটলকে পাবে না গুজরাত। আয়ার্ল্যান্ডের হয়ে ম্যাচ খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন তিনি। তাই তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে গুজরাতদের। হার্দিকরা লিগ শীর্ষে থাকলেও কিন্তু তাঁরা এ মরসুমের তিনটি ম্যাচই নিজেদের ঘরের মাঠেই হেরেছে। এই পরিসংখ্যান কিন্তু লখনউকে ভরসা জোগাবে।</p>