‘কোনও বিজেপি কর্মী যদি আমাদের কোনও কর্মীর গায়ে হাত দেয় বাড়ি থেকে তুলে আনব’

বিজেপি কর্মী খুনের পর উত্তপ্ত পূর্ব মেদিনীপুরে এবার বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। রবিবার এক দলীয় সভায় এই হুমকি দেন দলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র পীযূষ পান্ডে।

বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুতে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে পটাশপুরের টেপড়পাড়া বাজারে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে তৃণমূল। সেই সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র পীযূষ কান্তি পান্ডা। তিনি বলেন, ‘বাপের ব্যাটা কোনও বিজেপি কর্মী যদি আমাদের কোনও কর্মীর গায়ে হাত দেয় বাড়ি থেকে তুলে আনব। মিডিয়াকে সামনে রেখে বলছি, ২১ সালের বিধানসভা নির্বাচনের পর পটাশপুরে কোনও রকম অশান্তির পরিবেশ হতে দিতে দিইনি। ২০১৯-২১ পর্যন্ত গোপালপুর গ্রাম পঞ্চায়েতে অশান্তির পরিবেশ তৈরি করে তোমরা যা অবস্থা করেছিলে আমরা যদি ব্যবস্থা নিতাম তাহলে বিজেপির কোনও নেতা আজও পর্যন্ত ঘরে ঢুকতে পারত না’।

বলে রাখি, গত সোমবার ময়নায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুন করে তৃণমূলি দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার কাঁথি থেকে পাইলট কারের চালককে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে আদালত থেকে জামিন পান তিনি। পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক মৃত্যুতে যখন জেলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে তখন তৃণমূল নেতার এই মন্তব্যকে প্ররোচনামূলক বলে মনে করছে সুশীল সমাজ।